আনিশ কান্ডে সঠিক তদন্ত হলে জানা যাবে এতে জরিত কে ওসি না পিসি। নদীয়ায় দলিয় প্রার্থির প্রচারে এসে এভাবেই তীর্যক ভাষায় আক্রমণ করে সিপি আই এম নেতা সুজন চক্রবর্তী


নদীয়া : গোপাল বিশ্বাস : আনিশ কান্ডে সঠিক তদন্ত হলে জানা যাবে জরিত ওসি না পিসি শেষ দিনের প্রচারে নবদ্বীপে লাল ঝর তুলে আনিশ কান্ডে মমতা ব্যানার্জীকে এইভাবেই কটাক্ষ করলেন সিপি আই এম নেতা সুজন চক্রবর্তী । নদিয়ার নবদ্বীপে ভোটের আগে শেষ দিনের প্রচারে আসেন সি পি আই এম নেতা সুজন চক্রবর্তী । সেখানে বিজেপি তৃণমুলকে ছাপিয়ে লাল ঝর তুললেন বামেরা । শুধু সাধারন মানুষ বা পথ চলতি মানুষ নয় তৃণমুলের প্রচার গারিতে থাকা তৃণমুল কর্মী সহ তৃণমুলের পার্টি অফিসে থাকা তৃণমুল কর্মীদের জরিয়ে ধরে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বাম নেতা সুজন চক্রবর্তীকে । এই প্রচারে এসে তিনি আনিশ কান্ডে বলেন সিট গঠন বা সিবিআই তদন্তে হলেই হবেনা সঠিক তদন্ত হলে বোঝা যাবে নির্দেশ কে দিয়েছিলেন ওসি না পিসি ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights