হাসান আলী মন্ডলের বারবাকপুরের বাড়ির সামনে বোমা

WhatsApp Image 2022-09-12 at 1.17.03 PM

বিশ্বজিৎ রায়ের রিপোর্টঃ গতকাল রাত্রি এগারোটা নাগাদ গ্রাম বারবাকপুর থানা করিমপুর, হাসান আলী মন্ডলের বারবাকপুরের বাড়ির সামনে অজ্ঞাত পরিচয়ের কিছু ব্যক্তি একটি বোমা ফেলে। বোমার ধোঁয়াতে অন্ধকার হয়ে যায় চারিদিক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উক্ত বিষয়ে হাসান আলীর স্ত্রী জুলেখা বিবি করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্ত বহাল আছে। শিল্পনীড় গিয়ে দেখে আসেনি। বাড়ির মানুষ নিজেরাই ছবি তুলে পাঠিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Bishwajit Roy’s report: At around 11:00 pm yesterday, some unidentified people dropped a bomb in front of the house of Hasan Ali Mandal of Karimpur village Barbakpur police station. The smoke of the bomb darkened all around. The incident triggered a stir in the area. Hasan Ali’s wife Zulekha Bibi filed a written complaint with Karimpur Police Station in this regard. The police investigation continues. He didn’t go and see the industry. The people of the house took pictures of themselves.

About The Author


You may have missed

Verified by MonsterInsights