সহদেব পরামানিক : রবিবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় বান্দোয়ান থানার অন্তর্গত গঙ্গামান্না গ্রামে মানসিক অসুস্থতার কারণ ও নিরসনের উপায় বিশেষ সচেতনতা মূলক বার্তা গ্রামবাসীদের । এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে লোকো শিল্পীরা গানের মধ্য দিয়ে সচেতন করেন মানসিক অসুস্থ হলে কি করনীয় কোথায় যোগাযোগ করবেন সেই সব বিষয়ে সচেতন করেন , এভাবেই তারা গ্রামে গ্রামে প্রচার করছেন বলে জানা যায়। দিন দিন যেভাবে মানসিক রোগের ব্যাপকতা দেখা যাচ্ছে তাতে উদ্বেগের কারণ তথাপি অযথা আতঙ্ক নয় সচেতন হতে হবে কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝা কবিরাজি না করিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এমনই কথা তুলে ধরেন গানের মধ্য দিয়ে । এছাড়াও তারা লিফলেট বিতরণ করেন যেখানে মানসিক রোগের লক্ষণ তা নিরসনের জন্য কোথায় যোগাযোগ করবে সে বিষয়ে রয়েছে টোল ফ্রি নাম্বার ।
Thank you for reading this post, don't forget to subscribe!

