প্রকাশিত হলো দুই বাংলার ভৌতিক গল্পের সংকলন ” অশরীরী “
ইন্দ্রজিৎ আইচঃ আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে আর একদিন বাকি।ঠিক তার সন্ধিক্ষণে “আজকের প্রমিতা”
প্রকাশন থেকে প্রকাশিত হলো এপার ও ওপার বাংলা এই দুই বাংলার ভৌতিক গল্পের সংকলন ” অশরীরী “। এই ছোটো ভুতের গল্পের সংকলনে ২৪ জন লেখক লেখিকা গল্পগুলি লিখেছেন। যে গল্পগুলি বিশেষ করে নজর করেছে সেই গুলো হলো কৃষ্ণা বসুর ছাদের ঘরে, সুখেন মন্ডলের এমনও হয়, অশরীরী, অলোক ব্যানার্জীর ভৈরবনাথ, সোমনাথ সরকারের ভুলু দাদু,
দীপ্তি রায় এর ছেলেবেলায় ভুতের ভয়, শিপ্রা দাস এর মানুষ ভুত, পূর্ণেন্দু ভট্টাচার্যর সুরেশের সমস্যা, প্রণবকান্তি রায়ের অতৃপ্ত আত্মার কান্না, নারায়ণ সর্দার এর ভুত আর ভগবান, শ্যামল তালুকদার এর ময়নাগুড়ির বুলবুলি, উশরী মন্ডলের একটা ভুত এসেছিল, সুপর্ণা সরকার এর উত্তর মেলেনি, তিমির দের সত্যি কি, রাত্রি গাঙ্গুলীর অতৃপ্ত আত্মা অন্যতম। এই ভুতের গল্পগুলি সব বয়সের মানুষের পড়তে ভালোলাগবে। প্রতিটা গল্প দু থেকে চার পাতার। প্রত্যেকে সুন্দর লিখেছেন ভুতের কাহিনী। লেখক ও প্রকাশক সুখেন মন্ডলের সম্পাদনায় ৭২ পাতার এই ভুতের গল্পের সংকলনটি সকল পাঠক পাঠিকার সংগ্রহের যোগ্য। এই বইয়ের গল্পের সাথে সুন্দর ছবি গুলো এঁকেছেন সমীর কুমার। নির্ভুল, সুন্দর ছাপা এই দুই বাংলার ভৌতিক গল্পের সংকলনটির দাম ২০০ টাকা।
বইয়ের নাম ” অশরীরী ”
সম্পাদনা সুখেন মন্ডল।
প্রকাশনা আজকের প্রমিতা
