কালিয়াচক- মালদহের বৈষ্ণবনগর থানার পষ ভগবানপুর এলাহীটোলা ভুট্টার ক্ষেতে মৃতদেহ উদ্ধার নাসিম ইয়াজদানী মার্ডার কেসের গ্রেপ্তার এক। তাকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিশ, কালিয়াচক থানার জালুয়াবাধাল এলাকা থেকে। ধৃতর নাম মোহাম্মদ বাবর আলীর বয়স 30। বাড়ি কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমনগর এলাকায়। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানাজায় গত ৩১ মার্চ রাত সাড়ে ১০ টা নাগাদ কালিয়াচকের যদুপুর কাশিনগরের নিখোঁজ হয় নাসিম। পরের দিন সকালে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে বৈষ্ণবনগর থানার পুলিশ। পরিবারের অভিযোগ করা হয় খুন করে অন্য থানার এতদূরে নিয়েএসে ফেলা হয়েছে মৃত্যু দেহ। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ নাসিম ইয়াজদানী বাড়ি কালিয়াচক থানার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমনগর নামোপাড়া এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর থেকে সে নিখোঁজ। তখন থেকেই বন্ধ হয়ে যায় মোবাইল। তাঁর মৃতদেহ উদ্ধার হয় বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এলাহি টোলা গ্রামের ভুট্টার ক্ষেত থেকে। মৃতদেহে একাধিক জায়গায় মারার দাগ দেখতে পাওয়া যায়। তার বাড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মৃতদেহ উদ্ধার হয়। সে কেসে তদন্ত চলাকালীন একজনকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!

