IMG-20220223-WA0062

ইন্দ্রজিৎ আইচঃ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সরকারী কোভিড বিধি মেনে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আজ কলকাতা ললিত গ্রেটিষ্টান হোটেলে এক সাংবাদিক সম্মেলনে কলকাতা বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিপ চট্টোপাধ্যায় জানালেন আর মাত্র ৫ দিন বাকি বইমেলা শুরু হতে। ২৮ এ ফেব্রুয়ারি বিকেল ৩ টে ৩০ মিনিটে সে সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণ এ মেলার শুভ সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ এর বিখ্যাত সাহিত্যিক ড কামাল আব্দুল নাসের চৌধুরী, বাংলাদেশের উপ রাষ্ট্রদূত তৌফিক হাসান, সাহিত্যিক সেলিনা হোসেন, কে এম খলিদ ও এই বাংলার জনপ্রিয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় ও আরো অনেক কবি ও সাহিত্যিক। এইবার যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বর্ষ ও বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর তাই বইমেলার থিম কান্ট্রি হলো বাংলাদেশ। এবার থাকছে বাংলাদেশ এর ৪২ টা প্রকাশক, ৫০ টি স্টল ও তিনটি গেট। এবার তৃতীয় বারের জন্য ফোকাল থিম থাকছে বাংলাদেশ। বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে জানালেন মোট ৬০০ টি স্টল থাকছে। গেট থাকছে ৯টি ও লিটিল ম্যাগাজিন এর স্টল হবে ২০০ টি। বইমেলার দুটি হল হচ্ছে সুভাষচন্দ্র বসু ও ঋষি অরবিন্দর নামে। লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন হবে কবি – সম্পাদক শম্ভু রক্ষিত ও প্রভাত চৌধুরীর নামে। প্রেস কর্নার নির্মিত হচ্ছে প্রয়াত সাংবাদিক শৌনক লাহিড়ী , ঝিমলি মুখার্জী পান্ডে ও অঞ্জন বন্দ্যোপাধ্যায়-এর নামে এবং মুক্ত মঞ্চ নির্মিত হবে সৌমিত্র চট্টোপাধ্যায়-এর নামে। অনেক নতুন প্রকাশক এবারের মেলায় অংশ নেবে।
বই যারা কিনবে তাদের লটারি হবে, ১৫ জন ভাগ্যবান বিজেতা মেলা থেকে বই কেনার জন্য ১০০০ টাকার গিফ্ট ভাউচার পাবেন। থাকছে বই কিনুন লাইব্রেরি জিতুন। চার দিনের বই বাম্পার লটারি হবে। থাকছে ২৫০০০ বুক গিফ্ট কুপন। বাংলাদেশ দিবস পালিত হবে ৩ ও ৪ মার্চ। শিশু দিবস হবে ৪ মার্চ। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, মেক্সিকো ও ল্যাটিন আমেরিকা। ১১ ও ১২ ই মার্চ অন লাইন ও অফ লাইনে হবে কলকাতা লিটেরেচার ফেস্টিভ্যাল।এই সাহিত্য উৎসব পরিচালনা করবেন সুজাতা সেন। সব মিলিয়ে জমে উঠবে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২। থাকছে বিখ্যাত প্রয়াত ৩৩ জন নামি মানুষদের নিয়ে থাকবে বিশেষ প্যাভিলিয়ন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুজাতা সেন, স্টেট ব্যাংক এর প্রতিনিধি সুব্রত হাজরা, পিয়ারলেস হসপিটাল এর পক্ষে সুদীপ্ত মিত্র, ব্রড ব্যান্ড আলায়েন্স এর রাতুল মৈত্র, টেকন ইন্ডিয়া সিস্টার নিবেদিত বিশ্ববিদ্যালয়ের এর পক্ষে কৌশিক সরকার, জুট বোর্ড এর পক্ষে মলয় চক্রবর্তী, সি ই এস সি পক্ষে ডিনা রায় এবং (গিল্ডের) রাজু বর্মন, তাপস সাহা, শ্রীবেন্দু ভট্টাচার্য, মিলিন্দ দে, যোগেশ তান্না, শুভঙ্কর দে (অপু) সহ আরো অনেকে। ফোকাল থিমের ক্যাপশন হলো ” সৃজনে মননে মানবিক দেশ.বঙ্গবন্ধু শেখ মুজিবর বাংলাদেশ “। এ বছর উদ্বোধনী মঞ্চ থেকেই সি ই এস সি সৃষ্টি সন্মান ২০২২ প্রদান করা হবে বিখ্যাত কথা সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights