মৃন্ময় রায়, মেখলিগঞ্জ:আশা কর্মীদের মাসিক বেতন ন্যূনতম ১৫ হাজার টাকা করা, কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া, ফরমেটের প্রতি আইটেমের বরাদ্দ ২ গুণ করে বকেয়া সহ সমস্ত টাকা প্রতিমাসে প্রথম সপ্তাহে হিসাব দেওয়া, যে কোনো কাজের পারিশ্রমিক কাজের অর্ডারের সাথে দেওয়া , আশা কর্মীদের জন্য সমস্ত ধরনের ছুটি ঘোষণা করা, নতুন সেন্টারে বয়স্ক অসুস্থ আশাদের না নিয়ে সেন্টারের কাছাকাছি বাড়ি এরকম আশাদের পোস্টিং দেওয়ার দাবিতে চ্যাংড়াবান্ধায় অবস্থিত মেখলিগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিককে ডেপুটেশন দিল সারা বাংলা আশা কর্মী ইউনিয়নের মেখলিগঞ্জ শাখা। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন সারা বাংলা আশা কর্মী ইউনিয়নের কোচবিহার জেলা সম্পাদিকা রিনা ঘোষ ,সুলেখা রায় নীলিমা বসাক অধিকারী। পূরবী রায়, বাবলি অধিকারী প্রমুখ ।রাজ্য সরকার যদি দাবিগুলো অবিলম্বে পূরণের ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন সংগঠনের জেলা সম্পাদিকা রিনা ঘোষ।
