ধামসা মাদলের তালে করম পুজো উদযাপনে মেতে উঠলো নদীয়ার শান্তিপুরের আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/hpDAN4f5Ruw” align=”center”][vc_column_text]গোপাল বিশ্বাসঃ-নদীয়া- নদীয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশ আদিবাসী পরিবার, প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মনে থাকে। কিন্তু এবছর করম পুজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে শামিল হলেন তারা।নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর যেখানে রঙিন শাড়ি মাথায় কলস এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হয় তারা।আজ করম পুজো সম্পর্কে আদিবাসী সমাজের লোকজন জানেন আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পুজো উৎসব পালন করা হয়। সন্ধেই করম গাছকে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করি, যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!