দেশী ধান বাঁচিয়ে রাখার উদ্যোগ মঙ্গলকোট কৃষি দপ্তরের


পারিজাত মোল্লা , শস্যগোলা খ্যাত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে দেশী ধান বাঁচিয়ে রাখার উদ্যোগ নিল স্থানীয় কৃষি দপ্তর । মঙ্গলকোট কৃষি দপ্তরের নবাগত এডিও তথাগত নাথ মূলত এই উদ্যোগ নিয়েছেন। মঙ্গলকোটের পূর্বে তিনি বাঁকুড়ার রাইপুর ব্লকে এই বিষয়ে ব্যাপক সফলতা পেয়েছেন।রুক্ষ মাটির ব্লক খ্যাত রাইপুরের পর ব্লক কৃষি আধিকারিক তথাগত বাবু এবার মঙ্গলকোটে জোর দিয়েছেন।১৫ টি অঞ্চলের মধ্যে মাঝীগ্রাম – ভাল্ল্যগ্রাম – নিগন অঞ্চলে শতাধিক চাষীদের দেশীয় বীজধান দেওয়া শুরু হয়েছে। গত জুন মাস থেকে বীজ ধান বিতরণ পর্ব চলছে। আগামী আগস্ট মাস পর্যন্ত চলবে এই বীজধান বিতরণ পর্ব ।গোবিন্দভোগ, বাঁশফুল, দাদখানি, তুলাইপাঞ্জী, রাধাতিলক, চমৎকার, কালিখাসা প্রভৃতি ধরণের বীজধান দেওয়া চলছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে ।”দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে এমনকি ত্রিপুরা রাজ্য থেকে এই ধরনের বীজধান সংগ্রহ করা হয়েছে” বলে জানিয়েছেন মঙ্গলকোট এডিও তথাগত নাথ । পূর্ব বর্ধমান জেলার দ্বিতীয় বৃহত্তম ব্লক মঙ্গলকোটে এই ধরনের চাষাবাদে নুতনত্ব আনার উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।কৃষি দপ্তরের ১২ একরের জমিতে বিভিন্ন প্রজাতির ধান চাষ শুরু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights