কলকাতা, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ : এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী রইল কলকাতা, কারণ আজ আনুষ্ঠানিকভাবে প্রফেসর (ড. ) রমা প্রসাদ ব্যানার্জির ব্যক্তিগত ওয়েবসাইটের উদ্বোধন করা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) ড. অ্যান্ড্রু ফ্লেমিং, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (AAA) প্রাক্তন সভাপতি ও ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মুমা কলেজ অফ বিজনেস-এর লিন পিপেনজার স্কুল অফ অ্যাকাউন্টেন্সির পরিচালক প্রফেসর (ড. ) মার্ক এইচ. টেলর, খ্যাতনামা লেখিকা রোজান আর. টেলর, জিনা অ্যান্ড কোম্পানির পরিচালক ও গ্রুপ হেড (এইচআর) লাকি কুলকার্নি, ভারতের প্রাক্তন ইউজিসি সচিব প্রফেসর (ড. ) আর. কে. চৌহান, বিশিষ্ট অভিনেত্রী ঈশা সাহা, এবং ইআইআইএলএম-কলকাতার প্রধান পরামর্শদাতা ও মেন্টর এস. কে. দত্ত।
এই ওয়েবসাইটটি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এডুপ্রেনিয়র, দার্শনিক ও সমাজসেবীর চিন্তাধারা এবং কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ব্যবস্থাপনা শিক্ষা, বৈদিক নেতৃত্ব এবং নৈতিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান সুপ্রতিষ্ঠিত। তাঁর নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি তাঁর অগ্রগণ্য ধারণা ও উদ্যোগের কেন্দ্র হিসেবে কাজ করবে।
প্রফেসর (ড. ) ব্যানার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, স্টকহোম বিশ্ববিদ্যালয় (সুইডেন) থেকে পোস্ট-ডক করেছেন এবং ভারতের ইনস্টিটিউট অফ ডিরেক্টরস-এর ফেলো। তিনি এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থেকেছেন। বর্তমানে তিনি ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট (EIILM-Kolkata)-এর চেয়ারম্যান ও পরিচালক। একইসঙ্গে, তিনি EIILM-Kolkata Centre for Leadership & Ethics (EKCLE)-এর প্রতিষ্ঠাতা, যা মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানগুলির সঙ্গে কাজ করে।
ওয়েবসাইটে প্রফেসর (ড.) ব্যানার্জির বিভিন্ন উদ্যোগের পরিচয় মিলবে:
🔹 বৈদিক নেতৃত্ব: প্রফেসর (ড.) ব্যানার্জির “বৈদিক নেতৃত্ব” ধারণা মহাভারতের রাজধর্ম ও মাতৃত্বমূলক নেতৃত্বের আদর্শের মাধ্যমে আধুনিক নেতৃত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার পথ দেখায়।
🔹 এশীয় সংহতি উদ্যোগ: এশিয়া মহাদেশে ঐক্য ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি “এশীয় সংহতি উদ্যোগ” শুরু করেছেন, যা ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে একটি সুসংহত ও শক্তিশালী এশিয়া গঠনের স্বপ্ন দেখে।
🔹 সামাজিক বিকাশ: বৈদিক দর্শনের ভিত্তিতে গড়ে ওঠা এই ধারণাটি ব্যক্তিগত ও সামাজিক বিকাশের মাধ্যমে আত্মিক উন্নতি, ন্যায়সঙ্গত সুযোগ, এবং সমষ্টিগত কল্যাণ নিশ্চিত করতে চায়।
🔹 সত্যের অনুসন্ধান: সত্যের অনুসন্ধানকে তিনি ব্যক্তিগত ও সামাজিক উন্নতির মূলভিত্তি বলে মনে করেন। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা, নৈতিক অনুসন্ধান এবং সকল ক্ষেত্রে সত্যের সন্ধানের উপর জোর দেয়।
🔹 শিক্ষা বিকাশ: ভবিষ্যতের নেতাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক সামর্থ্য, আবেগীয় বুদ্ধিমত্তা ও নৈতিক দায়িত্ববোধ জাগ্রত করার উদ্দেশ্যে শিক্ষা প্রসারের উপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
প্রফেসর (ড. ) ব্যানার্জি কেবল একজন শিক্ষাবিদ নন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবীও। তিনি বহু দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, যা সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক পরিষেবা সরবরাহ করে। ২০০৬ সালে তিনি “Towards Life Foundation (TLF)” প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য কলকাতার বিভিন্ন অঞ্চলের অনগ্রসর শিশুদের জীবনমান উন্নত করা।
তিনি “সত্যের পথ” নামক এক অনন্য আধ্যাত্মিক সংগঠনের প্রতিষ্ঠাতা, যা মনে করে যে সংসার জীবনেই ঈশ্বর উপলব্ধি করা সম্ভব। এই সংগঠন ২০০২ সাল থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশ করে, যার সম্পাদক তিনি নিজেই।
ওয়েবসাইট উদ্বোধনের প্রসঙ্গে প্রফেসর (ড. ) ব্যানার্জি বলেন, “নেতৃত্ব ও শিক্ষা সময়ের সাথে পরিবর্তিত হয়, তবে তা সর্বদাই নৈতিকতা, জ্ঞান ও বৃহত্তর কল্যাণের ভিত্তিতে স্থাপিত হওয়া উচিত। আমাদের লক্ষ্য হল প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক চ্যালেঞ্জগুলোর সেতুবন্ধন ঘটিয়ে আগামী দিনের দায়িত্বশীল ও নৈতিক নেতা তৈরি করা।”
বিখ্যাত Bengal British Icon Award বিজয়ী প্রফেসর (ড. ) ব্যানার্জির অসাধারণ অবদান ভবিষ্যত প্রজন্মকে সততা ও মানবিকতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করে। তাঁর নতুন ওয়েবসাইট শিক্ষাবিদ, গবেষক ও ভবিষ্যৎ নেতাদের জন্য এক মূল্যবান জ্ঞানের ভাণ্ডার হয়ে উঠবে, যেখানে তারা নেতৃত্ব, ব্যবস্থাপনা ও নৈতিকতা নিয়ে তাঁর উদ্ভাবনী ভাবনা ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে পারবেন।
Kolkata, Feb 3rd, 2021: Witness an important moment in Kolkata, as the personal website of Prof. Rama Prasad Banerjee was inaugurated today. The British Deputy High Commissioner (East and Northeast India) was present at the inauguration. Andrew Fleming, former president of the American Accounting Association (AAA) and Director of the University of South Florida Muma College of Business Professor (Dr.) Mark H. Taylor, renowned writer Rosan R. Taylor, Gina & Company Director and Group Head (HR) Lucky Kulkarni, former UGC Secretary Prof. (Dr.) R. Who Chauhan, prominent actress Isha Saha, and EIIM-Kolkata chief mentor and mentor S. Who Dutt. This website has debuted as an important document of a prominent academic, adventurer, philosopher and social worker’s thoughts and activities. His unique contribution to management education, Vedic leadership and moral governance is well established. His new digital platform will serve as the centre of his leading ideas and initiatives. Professor (Dr.) Banerjee has received a PhD degree from the University of Calcutta and has received a PhD degree in management, post-dock from the University of Stockholm (Sweden) and a Fellow of the Indian Institute of Directors. He has been invited to various universities in Asia, Europe and America. He is currently the Chairman and Director of Eiilm-Kolkata, one of the leading business educational institutions in India. At the same time, he is the founder of the Eiilm-Kolkata Center for Leadership & Ethics (EKCLE), which works with international universities and industries to promote values-based education.
Various initiatives of Professor (Dr.) Banerjee will be introduced on the website:
🔹 Vedic leadership: Professor (Dr.) Banerjee’s “Vedic leadership” concept guides the challenge of modern leadership through the ideals of the royalty and maternal leadership of the Mahabharata. 🔹 Asian Solidarity Initiative: He has launched “Asian Solidarity Initiatives” to increase unity and cultural cooperation on the continent of Asia, which dreamed of forming a consistent and strong Asia beyond the geographical boundary.
🔹 Social Development: This idea developed based on Vedic philosophy wants to ensure spiritual improvement, equitable opportunities, and collective welfare through personal and social development.
🔹 Investigation of Truth: He considers the search for truth to be the key to personal and social development. It emphasizes critical thoughts, moral inquiries and the search for truth in all cases. 🔹 Development of Education: He gives special importance to the promotion of education to awaken intellectual ability, emotional intelligence and moral responsibility among the leaders of the future. Professor (Dr.) Banerjee is not only an educator but also a prominent social worker. He has established many charities, which provide education, health care and other basic services to the underprivileged. He founded the “Towards Life Foundation (TLF)” in the 21st, which aims to improve the quality of life of children in different regions of Kolkata. He is the founder of a unique spiritual organization called “The Path of Truth”, which thinks that God can be realized in the world’s life. The organization has published a monthly magazine since 2002, whose editor himself. In the context of the inauguration of the website, Professor (Dr.) Banerjee said, “Leadership and education change over time, but it should always be established based on morality, knowledge and greater welfare. We aim to bridge modern challenges with ancient knowledge to the next day’s responsible and moral leader.” To make. ”
The remarkable contribution of the famous Bengal British Icon Award to the winner (Dr.) Banerjee inspires future generations to achieve excellence through honesty and humanity. His new website will become a repository of valuable knowledge for educators, researchers and future leaders, where they can follow his innovative ideas and attitudes on leadership, management and morality.