[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/yrYgbheJ1E4″ align=”center”][vc_column_text]নিজস্ব প্রতিনিধিঃ স্কুল থেকে বাড়ী ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে চাঞ্চল্য ফুলিয়ায়। সূত্রের খবর, ফুলিয়া সবুজ পল্লী এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর কিশোরীর ঝুলন্ত দেহ , সোমবার বিকেলে তারই বাড়ি থেকে উদ্ধার করে স্থানীয় মানুষজন। সূত্রের খবর অন্যান্য দিনের মতন সোমবার স্কুল থেকে বাড়ী ফেরে ওই কিশোরী। কর্মসূত্রে বাবা, মা ও দিদি বাড়ির বাইরে থাকায় বাড়িতে একাই ছিলেন ওই কিশোরী । অভিযোগ, প্রতিবেশী লক্ষ্য করেন ওই কিশোরীর কোন সারা শব্দ না পেয়ে কিশোরীর দিদিকে খবর দেন । খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে এসে দেখে ঘরের দরজা বন্ধ , এরপরই স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই কিশোরী। পরে স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি ওই কিশোরীকে উদ্ধার করে ফুলিয়া ব্লক উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।তবে কি কারণে এই আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । গোটা বিষয়টি খতিয়ে দেখছে ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ।[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_single_image image=”17355″ img_size=”full”][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!