~ কলকাতায় খোলা হলো নতুন অফিস; ১০০০ এজেন্ট নিয়োগ ও রাজ্যে ৫০০০ মানুষকে বীমা দেওয়ার পরিকল্পনা ~
Thank you for reading this post, don't forget to subscribe!কলকাতা, 24 সেপ্টেম্বর 2025: গ্যালাক্সি হেলথ ইনস্যুরেন্স, ভারতের সবচেয়ে নতুন স্বাস্থ্য বীমা কোম্পানি, যা টিভিএস গ্রুপের ভেনু শ্রীনিবাসন এবং বীমা বিশেষজ্ঞ ভি জগন্নাথনের পরিবারের পৃষ্ঠপোষকতায় চলছে, তারা আজ পূর্ব ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারিত করার ঘোষণা করেছে। কলকাতায় একটি নতুন আঞ্চলিক অফিস খোলা হয়েছে, যা পুরো পশ্চিমবঙ্গের জন্য পরিষেবা দেবে। কোম্পানির লক্ষ্য, ১০০০ নতুন এজেন্ট নিয়োগ করা এবং ২০২৬ সালের মধ্যে রাজ্যজুড়ে ৫০০০ মানুষের জীবন বীমা করার। স্থানীয় কর্মী নিয়োগ, সামাজিক সম্প্রদায় গুলির সঙ্গে কাজ এবং ডিজিটাল পদ্ধতিতে বীমা করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে চায় গ্যালাক্সি। গ্যালাক্সি হেলথ ইনস্যুরেন্সের এমডি ও সিইও, জি শ্রীনিবাসন বলেন, “বিমার অভাব অথবা মানুষকে বিমার সুবিধা ঠিকমত না বোঝানোর কারণে, অনেকেই উচ্চ চিকিৎসা খরচের শিকার হন। গ্যালাক্সি হেলথ ইনস্যুরেন্স পশ্চিমবঙ্গে প্রবেশ করে, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য সহজে স্বাস্থ্য সুরক্ষা পাওয়ার সুযোগ করে দিতে চায়। আমরা চাই, যারা বীমার সঙ্গে পরিচিত নন, তাদের জন্য সহজ ও সুবিধাজনক বীমা পরিকল্পনা নিয়ে আসতে। গ্রামীণ অঞ্চলে বীমার পরিষেবা পৌঁছানোর মাধ্যমে, গ্যালাক্সি সেখানে বীমার অভাব পূরণ করতে চায়।”
গ্যালাক্সি হেলথ ইনস্যুরেন্স ২০২৪ সালের মার্চ মাসে আইআরডিএআই থেকে লাইসেন্স পেয়েছে। প্রথম বছরে, কোম্পানি ১২,০০০+ এজেন্ট তৈরি করেছে এবং ১,২০,০০০ মানুষকে বীমা দিয়েছে। কোম্পানির প্রধান পণ্য গ্যালাক্সি প্রমিজ – একটি পরিবারের জন্য সম্পূর্ণ স্বাস্থ্য পরিকল্পনা এবং গ্যালাক্সি মার্ভেল – একটি বিশেষ পরিকল্পনা, যা গ্রাহকদের সুস্থ থাকার জন্য প্রিমিয়াম ফেরত দেয়। কলকাতার নতুন আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন গ্যালাক্সি হেলথ ইনস্যুরেন্সের এমডি ও সিইও, জি শ্রীনিবাসন।
~ Opens new regional office in Kolkata; to onboard 1000 agents and insure 5000 lives across the state ~
Kolkata, 24th September 2025: Galaxy Health Insurance, India’s youngest standalone health insurer backed by Mr Venu Srinivasan from the TVS Group and the family of insurance stalwart Mr V Jagannathan, today announced its strategic expansion into Eastern India with a new regional office in Kolkata, catering to the entire state of West Bengal. As part of its growth roadmap, the company aims to onboard 1000 agents and is focused on covering 5000 lives across the state of West Bengal by FY 2026, powered by local hiring, deep community engagement, and a digital-first approach to health insurance distribution. “Inadequate coverage or lack of awareness of the benefit of being insured is predominantly the factor that leaves the majority of the population vulnerable to high out-of-pocket medical expenses. Galaxy Health Insurance’s entry in the West Bengal market is both timely and purposeful, aiming to make health protection accessible for vulnerable families, especially those with limited exposure to formal financial systems. With deep penetration to cover the entire population, including rural areas, Galaxy seeks to bridge the protection gap. Through simplified plans, wellness incentives, and regional outreach, Galaxy intends to empower individuals to seek care without fear of financial hardship,” said Mr G. Srinivasan, MD & CEO, Galaxy Health Insurance.
Galaxy Health Insurance received its operating licence from the IRDAI in March 2024. In its first year, the company has built a network of over 12000+ agents across the country and has insured more than 120000 lives. The company’s key offerings include Galaxy Promise – a comprehensive health plan designed for families; Galaxy Marvel – a unique plan that rewards customers with premium refunds for staying healthy. The Kolkata Regional office was inaugurated by Mr G. Srinivasan, MD & CEO, Galaxy Health Insurance.