গনেশ চতুর্থীতে প্রকাশিত রাজা ভৌমিকের বই ‘শ্রী গণেশা- দ্য আইকন অফ সাকসেস’

ae8c585d-a874-4359-b978-c93d74713ec9

গণেশ শুধুমাত্র পূজিত দেবতা নন, তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক শক্তি ও সাফল্যের অনুপ্রেরণা। সেই ভাবনা থেকেই আমাদের জীবনে গনেশ ঠাকুরের অবদান নিয়ে ইংরাজী বই লিখেছেন বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও জ্যোতিষ রাজা ভৌমিক। গনেশ চতুর্থীতে কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে ‘শ্রী গণেশ – দ্য আইকন অব সাকসেস’ গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট বাচিকশিল্পী ঊর্মিমালা বসু। বইটি প্রকাশ করেছেন ‘বুকপেকার্স’ প্রকাশনা সংস্থা। কর্ণধার বসুন্ধরা ঘোষাল এই ধরনের অভিনব বই প্রকাশের উদ্যেশ্য তুলে ধরেন। ঊর্মিমালা বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে পাঠ করেন এবং সদ্যপ্রকাশিত গ্রন্থ ‘শ্রী গণেশ’ থেকে নির্বাচিত অংশ পাঠের পাশাপাশি কবিতা আবৃত্তি ও সিদ্ধিবিনায়ক গণেশ সম্পর্কে তাঁর বক্তব্যে রাখেন। লেখক রাজা ভৌমিক বলেন, কেন সবার আগে ভগবান গণেশের পূজো করা হয়, তার এই রূপের মাহাত্ম্য কি, আমাদের জীবনে ভগবান গণেশের কি অবদান সেগুলি তুলে ধরতেই এই গ্রন্থের রচনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বইটির মুখ্য সম্পাদক উপমন্যু মজুমদার। তিনি গ্রন্থ থেকে বিশেষ কয়েকটি অংশ তুলে ধরেন তিনি। সংবাদপাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়ের রবীন্দ্রসংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights