অনুষ্ঠিত হলো গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্যউৎসব


ইন্দ্রজিৎ আইচঃ গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মহা সাড়ম্বরে গোবরডাঙ্গা নাবিক নাট‍্যমের নাট‍্য মিলন উৎসব ২০২২। শ‍্যাঁওলী মিত্র নামাঙ্কিত মঞ্চে এই উৎসব পালিত হলো। লতা মঙ্গেশকর , বিরজু মহারাজ, বাপী লাহিড়ী, শ‍্যাঁওলী মিত্র, শুভেন্দু মজুমদার, কনিষ্ক সেন, সন্ধ্যা মুখার্জী, ওয়াসিম কাপুর, নারায়ন দেবনাথ, বিজয় ভট্টাচার্য্য ও অভিজিৎ বন্ধোপাধ‍্যায় এর স্মৃতির উদ্দ‍্যেশ‍্যে ১ মিনিট নীরবতা পালন করে প্রদীপ প্রজ্বলনের মধ‍্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমি র মাননীয়া হৈমন্তী চট্ট‍্যোপাধ‍্যায়, উপস্থিত ছিলেন আশিস চট্ট‍্যোপাধ‍্যায়, আশিস দাস, কৃষ্ণেন্দু চট্ট‍্যোপাধ‍্যায়, শ‍্যামল দত্ত, প্রদীপ রায় চৌধুরী, অভীক ভট্টাচার্য্য, বাসুদেব কুন্ডু প্রমুখ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব । অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন আল্পনা সরকার, রাখি বিশ্বাস ও নিকিতা সরকার, এবং গান পরিবেশন করেন দীপা ব্রহ্ম।মঞ্চে উপবিষ্ট সকল নাট‍্য ব‍্যক্তিত্বকে স্মারক সম্মানে সম্মানিত করা হয়। মূল‍্যবান বক্তব‍্য রাখেন মঞ্চে উপবিষ্ট সকল আতিথিবর্গ। নাবিক সম্মানে সম্মানিত করা হয় নাবিক নাট‍্যমের জন্মলগ্নের প্রথম নাটক অন্ধকারের নীচে সূর্য নাটকের অভিনেতা মাননীয় নরেন কন্ডু মহিশয়কে। তারপর পরপর দুখানি নাটক মঞ্চস্হ হয়। প্রথম নাটক আমতা পরিচয়ের থ‍্যাঙ্ক ইউ দাদাজি। নির্দেশক – ঋতুপর্না বিশ্বাস। দ্বিতীয় নাটক গোবরডাঙ্গা নাবিক নাট‍্যমের অথ বৃষ মঙ্গল কথা, নির্দেশনা ও সামগ্রিক পরিকল্পনা – জীবন অধিকারী। দুটি নাটকই দর্শক সাধারনের মন জয় করে। বিশেষ করে অথ বৃষ মঙ্গল কথা নাটক টি দর্শকদের মনে আনন্দের জোয়ার এনে দেয়, হাস্যরসে এই সময়ের একটি অন্য রকম প্রযোজনা দর্শকদের মাতিয়ে রেখেছিলো।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্হার প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা ও সংস্হার সভাপতি ও নাট‍্য নির্দেশক জীবন অধিকারী মহাশয়। দ্বিতীয় দিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন গোবরডাঙা থানার ওসি কাজল ব্যানার্জী। তিনি গোবরডাঙা নাবিক নাট্যমের সার্বিক সাফল্য কামনা করেন, ওইদিন প্রথমে মুকুলিকা গানের স্কুল পরিবেশন করেন শ্রুতি নাটক তাহার নামটি রঞ্জনা, বিধায়ক ভট্টাচাৰ্য এর এই বিখ্যাত নাটক টি পাঠ করেন অনিমা দাস ও আস্তিক মজুমদার, তারপর হরিপাল আশ্রমিক পরিবেশন করেন নাটক সেলসম্যান নাট্যকার ও নির্দেশক ভাস্কর দাস ও দিনের শেষ নাটক সূর্য সন্ধান থিয়েটার জঙ্গলমহলের এই নাটকটির নাট্যকার ও নির্দেশক সঞ্জয় আচার্য।তৃতীয় দিন অর্থাৎ উৎসবের শেষ দিন নাবিক সম্মান প্রদান করা হয় মাননীয়া মায়া রাহা কে, তিনি 1977 সালে নাবিক নাট্যমের প্রথম নাটকের প্রথম অভিনেত্রী, তিনি স্মৃতিচারণ করেন করেন তার থিয়েটার জীবনের নানান কথা ও নাবিকের সাফল্য কামনা করেন। এই দিনের প্রথম নাটক ছিলো হালিশহর উনিটি মালঞ্চ প্রযোজিত আত্মকথন নির্দেশনায় ছিলেন দেবাশিস সরকার, দ্বিতীয় নাটক খড়দহ থিয়েটার জোন প্রযোজিত কাম ব্যাক বিনোদিনী নির্দেশক তপন দাস এবং সব শেষ ইমন মাইম সেন্টার পরিবেশন করেন অসাধারণ একটি মুখাভিনয়। যার নির্দেশক ছিলেন ধীরাজ হওলাদার।সবমিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো নাবিক নাট্যমের নাট্যউৎসব।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights