দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাটের ঐতিহ্যবাহী হরিশঙ্করপুর স্পেশাল এফ.পি স্কুলে উদযাপিত হল ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনেহেনা বেগম জানিয়েছেন, সকালে জাতীয় পতাকা উত্তোলন তারপর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনসহ দিনভর নানা সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সহিদুল ইসলামের সহযোগিতায় এবার অনেক জাঁকজমকপূর্ণ ভাবে স্বাধীনতা দিবস পালিত হয়। ডা. সহিদুল ইসলাম বলেন, “দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধের শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে আরও গভীরে প্রোথিত করতেই এই অভিনব উদ্যোগ। তিনি বলেন,দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটের অন্তর্গত হরিশঙ্করপুর গ্রামে অবস্থিত এই বিদ্যালয় বহু বছর ধরেই স্বাধীনতা দিবসকে বিশেষ মর্যাদায় পালন করে আসছে। এবছরও সেই ঐতিহ্য অটুট থেকেছে স্কুলের ছাত্রছাত্রীদের দেশাত্মবোধক নানা অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ডাক্টার অশোক কোনার,ডাক্তার কল্লোল অধিকারি(শিলিগুড়ি),সমাজসেবী দাশু হালদার ও নার্গিস পারভিন।
Thank you for reading this post, don't forget to subscribe!