আগামী 13 ই মে মুক্তি পাচ্ছে শিলাদিত্য মৌলিকের বহু প্রতীক্ষিত ছবি ” হৃদপিন্ড “

5c920e46-c549-45c2-aaff-830eb46ff054

ইন্দ্রজিৎ আইচঃ হৃদপিন্ড…এক অন্য ভালোবাসা র গল্প। যে গল্পে রয়েছে এক নারী ও দুই পুরুষ। সেই মহিলার নাম অর্যা। তাকে ভালোবাসে সোমক ও রিক। কিন্তু প্রশ্ন হলো সেই ভালোবাসা টা কেমন? সত্যি কারের ভালোবাসা না মেকি ভালোবাসা? যদি কাউকে ভালোবাসতে হয়, দুজনের মন দেওয়া নেওয়া করতে হয় তাহলে ভালোবাসা টা জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়। তবেই একে অপরের থেকে ভালোবাসা সহজেই পাওয়া যায়। এই রকম এক অন্য ভালোবাসার গল্প নিয়ে পরিচালক শিলাদিত্য মৌলিক তৈরি করেছেন তার নতুন সিনেমা ” হৃদপিন্ড “। কে এস এস প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্টের ব‍্যানারে এবং কান সিং সুধার প্রযোজনায় আগামী 13 ই মে শুক্রবার হৃদপিন্ড মুক্তি পাবে। ছবি মুক্তির আগে পার্ক সার্কাস এর কাছে কনক্লেভ হোটেলে এক সাংবাদিক সম্মেলনে পরিচালক শিলাদিত্য মৌলিক জানালেন এই ছবিতে অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জী (আর্যা), সাহেব চট্টোপাধ্যায় ( সোমক), প্রান্তিক ব্যানার্জী (রিক), অনন্যা সেনগুপ্ত (রিমপি)।এছাড়া অভিনয় করেছেন অনুভব কানজিলাল, অভি মিত্র, ড দীপান্বিতা হাজারী, সুব্রত গাঙ্গুলী ও প্রদীপ চক্রবর্তী। এই ছবিটি শুটিং হয়েছে অরুণাচল প্রদেশে। টানা 22 দিন সুট হয়েছে এই ছবির। 2019 এ এই ছবির কাজ শেষ হয়েছিলো। মুক্তি পাবার কথা ছিলো 2020 সালে। কিন্তু কোভিড 19 এর কারণে দু বছর বাদে এই ছবি মুক্তি পাচ্ছে। এই হৃদপিন্ড ছবিতে তিনটি গান আছে। গানগুলি গেয়েছেন রনোজয় ভট্টাচার্য, মেঘলা দাসগুপ্ত দুর্নিবার সাহা ও চন্দ্রিকা ভট্টাচার্য। গানগুলি ও শুনতে ভালো লাগবে। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় জানালেন এই প্রথম একটা অসাধারণ চরিত্রে আমি অভিনয় করেছি। এটা একটা ভালোবাসা র গল্প। ভালোবাসতে হয় ভালোবাসতে জানতে হয়। সেই জন্য এই ছবির নামকরণ করা হয়েছে ” হৃদপিন্ড “।খুব ভালো গল্প,দারুণ মেকিং হয়েছে। ছবির গানগুলি বেশ ভালো। আশা করি শিলাদিত্য র এই ছবিটা সকলের ভালোলাগবে।
সাংবাদিক সন্মেলনে হৃদপিন্ড ছবির অনেক শিল্পী কলাকুশলী রা উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights