ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস উদ্বোধন / Inauguration of BIA’s School of Performing Arts with industry-focused training and special acting workshops by Atanu Ghosh

IMG_20251115_161421

কলকাতা, ১৫ নভেম্বর ২০২৫: বিইং ইবান এন্টারটেইনমেন্ট(বি আই এ) তাদের স্কুল অফ পারফর্মিং আর্টস চালু করেছে। এটি এমন একটি প্রতিষ্ঠান যা অভিনয়, মডেলিং, চলচ্চিত্র নির্মাণ, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির ওপর সুসংহত পেশাদার প্রশিক্ষণ প্রদান করবে। চিনার পার্কে অবস্থিত এই অ্যাকাডেমির বিস্তৃত ১১,০০০ বর্গফুট ক্যাম্পাসে অত্যাধুনিক সুবিধা এবং উন্নত প্রযুক্তিগত পরিকাঠামো রয়েছে, যা ভবিষ্যতের ইন্ডাস্ট্রি পেশাদার তৈরি করতে অপরিহার্য। প্রথম একাডেমিক সেশন শুরু হবে জানুয়ারি মাসে এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে বি আই এ আয়োজন করে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক অতনু ঘোষ পরিচালিত একটি বিশেষ ফিল্ম অ্যাক্টিং ওয়ার্কশপ। আগ্রহী অভিনেতারা ভারতের অন্যতম প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতার কাছ থেকে সরাসরি স্ক্রিন-পারফরম্যান্সের শিল্প ও সূক্ষ্মতা শেখার বিরল সুযোগ পান। ‘ময়ূরাক্ষী’, ‘অংশুমানের ছবি’, ‘অ্যাবি সেন’, ‘বিনি সুতোয়’ এবং ‘শেষ পাতা’র মতো প্রশংসিত ছবির নির্মাতা অতনু ঘোষের দিকনির্দেশনা অংশগ্রহণকারীদের জন্য চলচ্চিত্র জগতের এক অনন্য অভিজ্ঞতা ও গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রার্থীদের কর্মশালা শেষে ভর্তি করা হয়। অ্যাকাডেমিটি পরিচালনা করছেন আন্তর্জাতিক মডেল ইবান ব্যানার্জী এবং চিফ মেন্টর হিসেবে রয়েছেন প্রাক্তন মিসেস ইন্ডিয়া খেতাবজয়ী ও অভিজ্ঞ প্রশাসক তুহিনা পাণ্ডে। তাদের লক্ষ্য একটি এমন প্রতিষ্ঠান গড়ে তোলা যা প্রতিভাকে লালন করে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ক্যারিয়ারের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে। নিজস্ব প্রোডাকশন হাউস ‘বিইং ইবান এন্টারটেইনমেন্ট’-এর মাধ্যমে বি আই এ শিক্ষার্থীদের জন্য মূল্যবান সৃজনশীল সুযোগ এবং প্রাথমিক প্লেসমেন্ট সাপোর্টও নিশ্চিত করে।Kolkata, 15 November 2025: Iban Entertainment (BIA) has launched its School of Performing Arts. It is an institute that will provide integrated professional training in acting, modeling, filmmaking, photography, and cinematography. Located in Chinar Park, the academy’s sprawling 11,000 square feet campus has state-of-the-art facilities and advanced technological infrastructure, which are essential to produce future industry professionals. The first academic session will begin in January, and BIA has organized a special film acting workshop conducted by National Award-winning director Atanu Ghosh to kick off the admission process. Aspiring actors get a rare opportunity to learn the art and nuances of screen performance directly from one of India’s most renowned filmmakers. The guidance of Atanu Ghosh, the maker of acclaimed films like ‘Mayurakshi’, ‘Anshuman Pics’, ‘Aybi Sen’, ‘Bini Sutoy’, and ‘Shes Pata’, provides participants with a unique experience and deep insight into the world of cinema. Candidates participating in the workshop are admitted after the workshop. The academy is headed by international model Iban Banerjee, and former Mrs. India title winner and veteran administrator Tuhina Pandey is the chief mentor. Their mission is to build an institution that nurtures talent and prepares students thoroughly for realistic careers. BIA also ensures valuable creative opportunities and early placement support for students through its own production house, Being Iban Entertainment.

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights