ইফতার সামগ্রী বিতরণে মঙ্গলকোট পুলিশ

WhatsApp Image 2025-03-20 at 23.33.12_bce47464

পারিজাত মোল্লা , মঙ্গলকোট: আঠারো অলি খ্যাত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে বৃহস্পতিবার বিকেলে সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদেরীর মাজার শরিফে ইফতার সামগ্রী তুলে দিল স্থানীয় থানার পুলিশ। এদিন মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ হাজারের কাছাকাছি ধর্মপ্রাণ ব্যক্তিদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখতে এহেন উদ্যোগ বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ মহাশয় । কয়েকদিন পূর্বে মঙ্গলকোটের নামোহাট এলাকায় মঙ্গলচণ্ডী পুজোয় হাজার হাজার দর্শনার্থীদের জন্য জলছত্রের আয়োজন করেছিল মঙ্গলকোট থানার পুলিশ। প্রসঙ্গত, গত বছর ‘এমএসডিপি’ ব্লক মঙ্গলকোটে দেড়শোর বেশি পথভিক্ষুকদের নুতন বস্ত্র তুলে দিয়েছিল এই থানার পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights