24b23c7d-cc33-404c-b1c5-d17545e4c537

অন্যান্য সরকারী অফিসের মতো আয়কর বিভাগেও সরকারী অফিসারদের পাশাপাশি কয়েকশো চুক্তিভিত্তিক নিরাপত্তাকর্মী ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক কাজ করেন। এবার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ঐ বিভাগের সরকারী কর্মী ও অফিসাররা। সর্বভারতীয় আয়কর এসসি/এসটি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার আয়কর ভবন পুর্বা তে এক অনুষ্ঠানে প্রায় ২০০ এর বেশি চুক্তিভিত্তিক কর্মী ও দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের শাল তুলে দেন আয়কর মহানির্দেশক(ইনভেস্টিগেশন) , ওয়েস্ট বেঙ্গল, সিকিম ও এন ই আর,অশোক কুমার সরোহা , প্রিন্সিপ্যাল ডিরেক্টর ইনকাম ট্যাক্স(ইনভেস্টিগেশন) , কলকাত,জসদিপ সিং,প্রিন্সিপ্যাল কমিশনার সেন্ট্রাল এস কে পোদ্দার প্রমুখ। অশোক কুমার সরোহা বলেন, গত ১৩ জানুয়ারি ধর্মতলায় আয়কর ভবন থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। আয়কর বিভাগের অন্যান্য অফিস ঘুরে এদিন আয়কর ভবন পুর্বাতে শেষ হল। তাদের মুল লক্ষ্য কাজের পাশাপাশি মানবসেবা। তাদের প্রচেষ্টা থাকবে যাতে প্রকৃতপক্ষে আর্থিক সংকটের কারণে যারা নিজেদের ইচ্ছামতো পেশা বেছে নিতে পারছে না, সেই মেধাবী ও অভাবী শিক্ষার্থীদের জন্য যথাযথ দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights