জর্জ ইনস্টিটিউট অফ ইন্টিরিয়ার ডিজাইনার দের সমাবর্তন উৎসব 2022


ইন্দ্রজিৎ আইচঃ মল্লিক বাজার পার্ক স্ট্রিটের কাছে জর্জ ইনস্টিটিউট অফ ইন্টারিয়ার ডিজাইনারদের সমাবর্তন উৎসব অনুষ্টিত হলো সম্প্রতি। এইদিন প্রায় শতাধিক ছাত্র ছাত্রী রা উপস্থিত ছিলো। এই উপলক্ষে সংস্থার ছাত্র ছাত্রী দের একটা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই সমাবর্তনে এসে জর্জ টেলিগ্রাফ এর মূল কর্ণধার  সুব্রত দত্ত জানালেন আমাদের এই সংস্থা 102 বছরের পুরনো। টিভি রেডিও,কম্পিউটার থেকে ইন্টারিয়ার সব মিলিয়ে 38 রকম আইটেম শেখানো হয়। এই পার্ক স্ট্রিট শাখায় শুধু ইন্টারিয়ার শেখানো হয়। এই শাখার প্রধান অদিতি বসু জানালেন 2018 সাল থেকে এই শাখা চালু হয়েছে। এখানে তিন ধরনের ইন্টারিয়ার শেখানো হয়। এক বছর, দুই বছর ও তিন বছরের কোর্স আছে। এই পার্ক স্ট্রিট শাখার আর্কিটেকট ইন্দ্রনীল দে জানালেন আমরা ছাত্র ছাত্রী দের ভবিষ্যৎ গড়ে দিচ্ছি। এখন এই পেশায় বহু ছেলেমেয়ে রা আসছে। তারা দেশ বিদেশে কাজ করছে। কর্ম সংস্থান বাড়ছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেকোফার ফার্নিচার এর কর্ণধার আনন্দ গুপ্ত, ইন্টারিয়ার ডিজাইনার নেহা গুপ্তা, আর্কিটেকত অয়ন সেন, বিপ্রদীপ ধর ও চঞ্চল ব্যানার্জী।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights