বিনোদনের নয়া অবতারে আসছে কুট্টুস / Kuttus is coming in a new avatar of entertainment


নিজস্ব প্রতিবেদনঃ কুট্টুস আসলে শৈশব। হাসিতে খুশিতে নিষ্পাপ শিশুর পথচলা। আনন্দ, সুখ-দুঃখের মেঘের মতো স্বপ্নগুলোকে নিয়ে টালমাটাল পায়ে ভেসে চলার এক পারিবারিক চিত্রকল্প। বলিষ্ঠ ভাবনার অনায়াস সহজ বিচরণে ঋদ্ধ কুট্টুস। লক্ষ্য বিনোদন। কুট্টুস বাংলার নিজস্ব কৃষ্টিতে গড়ে ওঠা সব বয়সের বাঙালীর ও বাংলার আপন জীবনকথা। চরিত্র ও ঘটনার ওঠাপড়ার নিমগ্ন এক সহবাস। গল্প শেষে তৃপ্তির ঢেকুর উঠবেই। কুট্টুসের ব্রান্ড মন্ত্র তাই সেরা মননে তুমুল আনন্দ মাখা নিশ্চিত এক প্লাটফর্ম। যে প্লাটফর্ম থেকে একটা একটা করে মন কাড়া গল্পের রাজধানী এক্সপ্রেস ছাড়বে। কুট্টুস বাংলার বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠবে আগামীতে। কুট্টুসের বিনোদনের বিশ্বে থাকছে ভিডিও ও অডিওর মেলবন্ধন। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, থিয়েটারের সঙ্গে নাচ, গান, পডকাস্ট এবং ভিন্ন মুখী সাক্ষাৎকার। কুট্টুস আপনাদের কাছে নিয়ে আসছে সেই সব সেরা ছবি যার গল্প গুলি ধ্রুপদী বিশ্বে বিশেষভাবে পরিচিত। কুট্টুসের বিনোদনের ঝুলিতে অন্যতম সম্পদ হল সঙ্গীত। যার আয়োজন ভিন্নমুখী। পরিচিত ও অপরিচিত মেধার সৃষ্ট সম্ভার পৌঁছবে নবীন ও প্রবীন সব শ্রোতার কাছে। কুট্টুসের দর্শন সহজ, সরল। বাংলার উন্নত হৃদয়গ্রাহী সংস্কৃতিকে নতুন আঙ্গিকে তুলে ধরা। আগামী শ্রোতাদের ও দর্শক এর বিনোদনের নয়া স্বাদে নিশ্চিত লগ্নি। শৈল্পিক বাংলার বিনোদনের সঠিক উত্তরাধিকার অবশ্যই কুট্টুস।

Own report:  KUTTUS, a one-of-a-kind OTT platform is a child with a smiling face that symbolizes childhood innocence and joy. KUTTUS wants to portray happiness, fun, dreams and the ability to bring families together. It can evoke positive emotions and make memorable experiences thus forming a strong and consistent meaning around the Bengali di-diaspora. The mission of KUTTUS is to entertain, inform and inspire Bengalis around the globe through the power of music unparalleled storytelling and immersive experiences through adventure. KUTTUS Wants to create family entertainment for all generations to enjoy together. The brand mantra of KUTTUS is the Happiest Entertainment Platform for a Bengali Family. KUTTUS offers a wide array of video as well as audio streaming services ranging from films, short films, web series, music, dance, theatre, podcasts and interviews. KUTTUS will be home to some of the best films based on old classics and contemporary novels that reflect Bengal’s social, cultural and political milieu. KUTTUS will also have a significant impact on Music from Rabindrasangeet, Folk to Contemporary thus making it easier for its target audience to access its music library and at the same time helping independent artists reach new audiences. The philosophy of KUTTUS is to revive the rich culture of Bengal is not just about preserving the past: it is also about investing in a vibrant future. KUTTUS ensures that Bengal’s artistic legacy continues to flourish for generations to come.

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights