[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/babX-LzuGNg” align=”center”][vc_column_text]মালদা: অবশেষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালকে। বসানো হলো ২২৮ টি সিসিটিভি ক্যামেরা। এর আগে সেই সংখ্যাটা ছিল ১৭১। হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে হাসপাতাল ঢোকার মূল প্রবেশদ্বার সমস্ত জায়গায় লাগানো ক্যামেরাগুলি বড় এলইডির মাধ্যমে ২৪ ঘন্টা মনিটরিং করছেন দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরানো হলো সিভিক ভলেন্টিয়ারদের। এতদিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রায় ২০ জন সিভিক ভলেন্টিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিল কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর সেই চিত্রটা বদলে গেল। তার পরিবর্তে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকছে প্রতি শিফটে একজন করে এএসআই পদমর্যাদা সম্পন্ন পুলিশ আধিকারিক সহ সাত জন পুলিশ কর্মী। হাসপাতালে জরুরি বিভাগ, ট্রমা কেয়ার ইউনিট সহ একাধিক ওয়ার্ডে নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মত সিভিক ভলেন্টিয়ারদের হাসপাতাল থেকে সরানো হওয়ায় আরো বেশি নিরাপত্তা পাওয়ার আশঙ্কা করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। এই সিদ্ধান্তে তারা খুশি।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!