মালদার ঐতিহাসিক রেশম শিল্পকে চাঙ্গা করতে রেশম কৃষি মেলা

Screenshot_27-2-2025_14358_web.whatsapp.com

মালদা : কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজন করা হলো রেশম কৃষি মেলার। মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অনুষ্ঠিত হয় একদিনের এই মেলা। মালদার ঐতিহাসিক রেশম শিল্পকে চাঙ্গা করতে মূলত এই একদিনের রেশম কৃষি মেলা বলে জানা গেছে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশীষ চট্টোপাধ্যায়, রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রেশম চাষিরা। এই রেশম মেলার মূল উদ্দেশ্য ছিল রেশম চাষি সহ বয়নশীলদের আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধা অসুবিধা গুলো জানা ও সেগুলোকে প্রতিকার করা।

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights