মালদা: তিন কেজি সোনা ও ২১ লক্ষ টাকা নগদ সহ তিনজনকে গ্রেফতার করল শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগ। ধৃত তিধ জনের মধ্যে দুজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা একজন মালদার বাসিন্দা। সূত্রের খবর, মালদার ইংরেজবাজার এর যদুপুর এলাকায় মোহাম্মদ মালিকের বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালায় শুল্ক দফতরের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা। তাকে জিজ্ঞাসাবাদ করে দক্ষিণ দিনাজপুরে আরও দু’জনকে গ্রেফতার করে শুল্ক বিভাগ। সূত্রের খবর সোনা পাচারে যুক্ত এই তিন ব্যক্তি।
Thank you for reading this post, don't forget to subscribe! 
						

