কলকাতা, ১৪ আগস্ট ২০২৫: প্রতি বছর ৩রা আগস্ট ভারতের প্রথম সফল মৃতদাতা হার্ট ট্রান্সপ্লান্টের স্মরণে পালিত হয় ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে। এ উপলক্ষে মণিপাল হসপিটাল, ইএম বাইপাস আয়োজন করল রোগী সচেতনতা কর্মসূচি, যেখানে অঙ্গদানের গুরুত্ব ও ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (প্রফ.) ডা. দিলীপ কুমার পাহাড়ি, সিনিয়র কনসালট্যান্ট ও প্রধান – নেফ্রোলজি, মণিপাল হসপিটাল, ইএম বাইপাস এবং (প্রফ.) ডা. অর্পিতা রায় চৌধুরী (লাহিড়ী), সিনিয়র কনসালট্যান্ট – নেফ্রোলজি ও ট্রান্সপ্লান্ট, প্রেসিডেন্ট – ইন্ডিয়ান সোসাইটি অফ অর্গান ট্রান্সপ্লান্টেশন (ISOT), মণিপাল হসপিটাল, মুখুন্দপুর। সঙ্গে ছিলেন মণিপাল হসপিটালস কলকাতার পাঁচটি ইউনিটের চিকিৎসকরা – ডা. রোহিত রুঙ্গটা, ডা. অভিষেক কুমার, ডা. উপল সেনগুপ্ত, ডা. অভিনন্দন ব্যানার্জি এবং ডা. স্মার্থ পুলাই। প্রায় ১০০ জন রোগী, পরিবারের সদস্য ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। ২০২৫ সালের এপ্রিলে মণিপাল অর্গান শেয়ারিং অ্যান্ড ট্রান্সপ্লান্ট (MOST) পূর্ব ভারতের ‘ডিসিজড অর্গান অ্যান্ড টিস্যু ডোনেশন’ অধ্যায়ের সূচনা করে। এর লক্ষ্য মৃতদাতা অঙ্গদানের প্রসার, পরিবারে আস্থা তৈরি, সচেতনতা বৃদ্ধি ও হাসপাতালগুলির মধ্যে সমন্বয় বাড়ানো। অনুষ্ঠানে ডায়ালাইসিসে থাকা রোগী ও তাঁদের পরিবারকে জানানো হয় কীভাবে অঙ্গ প্রতিস্থাপন, বিশেষ করে কিডনি ট্রান্সপ্লান্ট, বহু মানুষের জীবন রক্ষা করতে পারে
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রফ. ডা. দিলীপ কুমার পাহাড়ি বলেন, “অঙ্গ প্রতিস্থাপন শুধুমাত্র একটি চিকিৎসা প্রক্রিয়া নয়, এটি জীবনের দান। ভারতে প্রতিবছর হাজার হাজার অঙ্গ বিকল রোগীকে বাঁচানো সম্ভব, যদি আরও বেশি মানুষ তাঁদের মৃত্যুর পর অঙ্গদান করতে এগিয়ে আসেন। এই ধরনের প্রচারের মাধ্যমে আমরা অঙ্গের চাহিদা ও জোগানের মধ্যে যে বিশাল ফাঁক রয়েছে, তা পূরণ করার চেষ্টা করছি। প্রতিটি সম্ভাব্য অঙ্গদান কারও জীবনে নতুন আলো আনতে পারে এবং একটি পরিবারকে নতুন আশা দিতে পারে।” অঙ্গ বিকলের কারণ নিয়ে সতর্ক করে ডা. অর্পিতা রায় চৌধুরী (লাহিড়ী) বলেন, “ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতা—এই তিনটি জীবনযাত্রাজনিত অসুখ ধীরে ধীরে কিন্তু নীরবে আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে নষ্ট করে দেয়। অনেক রোগী তাঁদের জীবনের শেষ সময়টা ডায়ালাইসিস মেশিনে বা ভেন্টিলেটর সাপোর্টে কাটান, যা অত্যন্ত কষ্টকর। কিন্তু অঙ্গদান তাঁদের জীবনে দ্বিতীয় সুযোগ দিতে পারে, তাঁদের শেষ সময়ে মর্যাদা ফিরিয়ে দিতে পারে এবং পরিবারের কাছে অমূল্য স্বস্তি আনতে পারে।”
মণিপাল হসপিটালস কলকাতা অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনে অগ্রণী ভূমিকা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে NOTTO–ROTTO–SOTTO কাঠামো সম্পর্কেও আলোচনা হয়, যা ভারতে অঙ্গদান, প্রতিস্থাপন, রেজিস্ট্রি ও বরাদ্দের নৈতিক এবং প্রয়োজনভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করে। উল্লেখ্য, ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে ৩রা আগস্ট পালন করা হলেও বিশ্ব অঙ্গদান দিবস পালিত হয় ১৩ই আগস্ট—যা সারা বিশ্বে অঙ্গদানের জীবনরক্ষাকারী শক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালন করা হয়।
Kolkata, 14th August 2025: To commemorate Indian Organ Donation Day—observed annually on August 3rd to mark the anniversary of India’s first successful deceased donor heart transplant—Manipal Hospital, EM Bypass, organised a Patient Education Programme aimed at spreading awareness about the importance of organ donation and transplantation. The session was graced by (Prof.) Dr. Dilip Kumar Pahari, Senior Consultant and Head of Nephrology, Manipal Hospital, EM Bypass and (Prof.) Dr. Arpita Ray Chowdhury (Lahiri), Senior Consultant – Nephrology and Transplant President of the Indian Society of Organ Transplantation (ISOT) and Consultant, Department of Nephrology, Manipal Hospital, Mukundapur accompanied by a team of doctors from the five units of Manipal Hospitals Kolkata – Dr. Rohit Rungta, Senior Consultant – Nephrology, Manipal Hospital EM Bypass, Dr. Abhishek Kumar, Consultant – Manipal Hospital EM Bypass, Dr. Upal Sengupta, Director – Nephrology & Transplant Physician, Manipal Hospital Saltlake, Dr. Abhinandan Banerjee, Clinical Lead – Nephrology and Transplant Physician, Manipal Hospital, Mukundapur, and Dr. Smarth Pulai, Clinical Lead – Nephrologist and Transplant Physician, Manipal Hospital, Saltlake. The session was attended by about 100 participants, such as patients, caregivers, and members of the public.
In April 2025, Manipal Organ Sharing & Transplant (MOST), the pioneering arm of Manipal Hospitals, inaugurated its Eastern Region chapter of ‘Deceased Organ and Tissue Donation’. The inauguration was a giant step towards filling the glaring disconnect between organ demand and supply in Eastern India. The initiative seeks to make deceased organ donation a part of mainstream conversation—both among doctors and society at large. Creating trust, awareness in families, and enhancing inter-hospital coordination are the three pillars of this mission. With the commitment of Manipal and the will of the medical fraternity, the programme aims to change lives by converting each possible loss into a legacy of hope. On the programme of Indian Organ Donation Day, the families and patients going through dialysis were informed about the importance of organ transplantation and how greater involvement in organ donation can drastically enhance the rate of survival, particularly among those in need of kidney transplants. Addressing the gathering, Prof. Dr. Dilip Kumar Pahari stated, “Organ transplantation is not only a medical process, but also the donation of life. In India alone, thousands of organ failure patients can be saved annually if more individuals step forward to donate their organs. Through such campaigns, we hope to fill the gap between organ requirement and supply.”
Emphasising the medical hazards that eventually result in organ failure, Dr. Arpita Ray Chowdhury (Lahiri) spoke, “Diabetes, hypertension, and obesity are three lifestyle disorders that quietly destroy key organs. Sadly, most patients spend their last moments on dialysis or ventilator support. Organ donation can give them a second lease of life and bring back dignity in their last years.” Manipal Hospital renewed its commitment to becoming a pioneer in organ transplantation in Kolkata, with cutting-edge facilities and a team of experienced specialists. The initiative also exposed the NOTTO–ROTTO–SOTTO framework—a tripartite system in India dealing with organ donation, transplantation, registry, and allocation, ensuring ethical and need-based distribution of organs. Although Indian Organ Donation Day is celebrated on August 3rd, World Organ Donation Day is observed on August 13th as an awareness day reminding everyone around the world about the life-saving power of organ donation.
About Manipal Hospitals:
As a pioneer in healthcare, Manipal Hospitals is among the top healthcare providers in India, serving over 7 million patients annually, with a focus on providing affordable, high-quality healthcare services. Manipal’s integrated network today has a pan-India footprint of 38 hospitals across 19 cities with 10,500+ beds, and a talented pool of 7,200+ doctors and an employee strength of over 20,500. Manipal Hospitals provides comprehensive curative and preventive care for a multitude of patients from around the globe. Manipal Hospitals is NABH, AAHRPP-accredited, and most of the hospitals in its network are NABL, ER, and Blood Bank-accredited and recognised for Nursing Excellence.