মন্মথপুরে মহা সমারোহে পালন হল নন্দ উৎসব ও জন্মাষ্টমী

ca111689-ae18-4e32-b326-2e007c5fe0ab

ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র দক্ষিন ২৪ পরগনার মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শ্রীশ্রী জন্মাষ্টমী ও নন্দ উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক ভক্তসহ আশ্রমের সন্ন্যাসী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবের বিশেষ আকর্ষণ ছিল স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব বার্ষিকী স্মরণে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ১৩০ জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা। শিশুরা ভগবান শ্রীকৃষ্ণ ও মা যশোদার ভূমিকায় সেজে নন্দ উৎসবে সামিল হয়। শোভাযাত্রা স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ থেকে শুরু হয়ে প্রায় পাঁচ কিলোমিটার পথ পরিক্রমা করে মন্মথপুর প্রণব মন্দিরে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রার পথে দুই পার্শ্বে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে শ্রীকৃষ্ণ স্বরূপে সেজে থাকা বালকদের মাধ্যমে বিতরণ করা হয় নাড়ু ও তালের বড়া প্রসাদ। পথে বিভিন্ন মোড়ে ভক্তরা শ্রীকৃষ্ণকে পায়েস, জল বাতাসা ও ননী খাইয়ে তাঁদের ভক্তি নিবেদন করেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছে চলে বিশেষ পূজা, নন্দ উৎসবের আচারানুষ্ঠান, ভজন-কীর্তন ও ধর্মীয় আলোচনা সভা। আশ্রমের আচার্যগণ শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও স্বামী প্রণবানন্দজীর মানবকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। বিকেলে বিতরণ করা হয় প্রসাদ ও বস্ত্র। এই অনবদ্য আয়োজন সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ ও আধ্যাত্মিক আনন্দের সঞ্চার করে। সববয়সী ভক্ত-ভগিনী ও আশ্রমের সন্ন্যাসীদের অংশগ্রহণে জন্মাষ্টমীর এই নন্দ উৎসব হয়ে ওঠে মন্মথপুরের অন্যতম স্মরণীয় অনুষ্ঠানের অধ্যায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights