[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/BeGab0o_F4g” align=”center”][vc_column_text]নদিয়া, বিভিন্ন সময় নদীয়ার শান্তিপুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রয়োজনীয় প্রমান সহ মোবাইলের গ্রাহক দের হাতে ফিরিয়ে দিল শান্তিপুর থানা। এদিন রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে শান্তিপুর থানার উদ্যোগে প্রায় ২৫০ টিরও বেশি মোবাইল ফোন মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, এস ডি পি ও শৈলজা দাস, সি আই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, উপ পৌরপতি কৌশিক প্রামাণিক সহ অন্যান্যরা। যদিও মোবাইল ফেরত পেয়ে যথেষ্টই খুশি মোবাইল গ্রাহকরা। যদিও মোবাইল নিতে আসা গ্রাহকরা জানিয়েছেন, কারোর দু’বছর আগে কারোর তিন বছর আগে ফোন চুরি কিংবা হারিয়ে গেছে, তারপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছিলেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ প্রচেষ্টায় মোবাইল ফোনগুলি উদ্ধার করতে সক্ষম হয়। গত কয়েকদিন আগে পুলিশের তরফে প্রত্যেককে ফোন করা হয়, আজ আনুষ্ঠানিকভাবে ফোনগুলি ফিরিয়ে দেওয়া হলো।[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_single_image image=”17363″ img_size=”full” alignment=”center”][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!