কৃত্রিম অক্সিজেন ছাড়া পিয়ালীর এভারেস্ট যাত্রা


পার্থ প্রতিম বিশ্বাস : ৩ রা এপ্রিল মিথিলা এক্সপ্রেস চেপে রওনা হলেন পিয়ালী বসাক। লক্ষ্য কৃত্রিম অক্সিজেন ছাড়াই এভারেস্ট শৃঙ্গে আরোহণ করা। তার এই দুঃসাহসিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বাংলার পর্বতমহল। অতীতে পিয়ালী কৃত্রিম অক্সিজেন ছাড়া ধৌলগিরি শৃঙ্গে আরোহণ করে সারা বাংলা ও ভারতে আলোড়ন সৃষ্টি করেছেন। এই অভিযান সফল হলে তিনি প্রথম ভারতীয় হিসাবে কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ের কৃতিত্ব লাভ করবেন। এই অভিযানে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স কনফেডারেশন এক অভিনব উদ্যোগ নিয়ে আর্থিক মেলার আয়োজন করেছিল কলকাতা প্রেসক্লাবে।উপস্থিত ছিলেন ১৯৬৭ সালে পশ্চিমবঙ্গে প্রথম মহিলা অভিযানের দলনেত্রী শ্রীমতী দীপালী সিনহা, পশ্চিমবঙ্গে প্রথম শৃঙ্গ আরোহণ কারী শ্রীমতী স্বপ্না চৌধুরী, বহু শৃঙ্গের দলনেত্রী ও আরোহণ কারী শ্রীমতী আরতি দে , ভারতবর্ষে প্রথম এভারেস্ট আরোহণ কারী বাঙালি অভিযাত্রী শ্রীমতী শিপ্রা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট পর্বতারোহী। অনুষ্ঠান শেষে প্রায় ৭ লক্ষ টাকা সংগ্রহ হয় যা পিয়ালী বসাক-এর হাতে তুলে দেওয়া হয়, এছাড়া বহু মানুষ একক ভাবে ও দলগত ভাবেও অর্থ দিয়ে সাহায্য করেছেন। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কনফেডারেশনের প্রাণপুরুষ শ্রী কনকন কুমার রায়। শেষে তিনি বলেন আমাদের এই প্রচেষ্টা সাফল হয়েছে প্রখ্যাত পর্বতারোহী শ্যামল সরকারের জন্য। পিয়ালী বসাক এর উদ্যেশ্যে শ্যামল সরকার বলেন সাফল্য কে উপভোগ করতে হলে বেঁচে থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত নেবে না। ঝুঁকি নেবে কিন্তু বাড়তি ঝুঁকি কখনোই নেবে না। তিনি আরো বলেন শারীরিক ও মানসিক ভাবে সুস্থতা ই পিয়ালীকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনারাও সকলে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকুন , প্রতিদিন নিয়ম করে ব্যায়াম ও হাঁটা চলা করুন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights