কলকাতা, ১২ জুলাই ২০২৫: এম.পি. বিড়লা ফাউন্ডেশন হায়ার সেকেন্ডারি স্কুল, যার মূল লক্ষ্য সর্বাঙ্গীণ শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিকাশ, তারা শনিবার, ১২ই জুলাই ২০২৫ তারিখে তাদের বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করল বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোট ২২৩ জন মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব, সহ-পাঠ্যক্রমিক কর্মকাণ্ড এবং নেতৃত্বদানের গুণের জন্য। অনুষ্ঠান শুরু হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, যা জ্ঞানের আলো ও প্রজ্ঞার প্রতীক হিসেবে তুলে ধরা হয়। এরপর ছাত্রছাত্রীদের কণ্ঠে স্কুল অ্যান্থেম পরিবেশন স্কুলপ্রেম এবং ঐক্যবদ্ধতার এক আবেগময় পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী অমিতাভ দত্ত, যিনি টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশনের ট্রাস্টি ও চেয়ারম্যান। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং জীবনের মূল্যে বিশ্বাস রেখে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সচিব ও ট্রাস্টি শ্রী এস. কে. ডাগা, যাঁর দিকনির্দেশনায় বিদ্যালয় আজ এই পর্যায়ে পৌঁছেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস পূর্ণিমা চ্যাটার্জি, সিইও শ্রী এস. কে. সিং এবং সহকারী প্রধান শিক্ষিকা মিসেস শ্রাবণী রায় চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান শিক্ষিকা পূর্ণিমা চ্যাটার্জি বলেন, “আজকের প্রতিটি পুরস্কার শুধুই নম্বরের স্বীকৃতি নয়, বরং অধ্যবসায়, শৃঙ্খলা এবং নিরবচ্ছিন্ন শেখার চেতনার উদযাপন। আমাদের ছাত্রছাত্রীরা শুধু ভালো নম্বর নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠছে – এটাই একজন শিক্ষক হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” সিইও এস. কে. সিং বলেন, “শিক্ষা শুধু মন ভরানোর জন্য নয়, মন জ্বালানোর জন্য। আমাদের ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে যে শৃঙ্খলা যখন স্বপ্নের সঙ্গে মেলে, তখন তার ফলাফল হয় অসাধারণ। আজকের দিনটি শুধুই পুরস্কারের নয়, এটা চেষ্টা, অগ্রগতি ও মানসিক দৃঢ়তার স্বীকৃতি।” এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান গোটা বিদ্যালয় পরিবারকে গর্বিত করেছে এবং বিদ্যালয়ের অঙ্গীকারকে আবারও প্রমাণ করেছে – তারা আগামী দিনের নেতৃত্বদানে সক্ষম, সংবেদনশীল ও আত্মবিশ্বাসী মানুষ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।