ae064e92-3c19-494c-85be-a188eb604392

ইন্দ্রজিৎ আইচঃ সম্প্রতি বাইপাস সিংহবাড়ি পূর্বলোক এর কাছে অডিও ভিজুয়াল থিয়েটার হলে “স্টুডিও পিয়ানি সিমো ”
কোম্পানি থেকে প্রকাশিত হলো সংগীত শিল্পী মৌমিতা পালিতের প্রথম রবীন্দ্র সংগীতের এলবাম “কোন অচিনপুরে”। সিডিটি প্রকাশ করেন প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী সুবিনয় রায়ের ছেলে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুরঞ্জন রায়, হিন্দুস্তানী ক্লাসিকাল শিল্পী পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়, দক্ষিণী র প্রধান ও রবীন্দ্রসংগীত শিল্পী দেবাশীষ রায় চৌধুরী, আবৃত্তিকার মধুমিতা বসু, স্টুডিও পিয়ানি সিমোর কর্ণধার দেবাশীষ সাহা ও শিল্পী মৌমিতা পালিত। সকলেই এক বাক্যে স্বীকার করেন বহুদিন বাদে এই রকম সিডি আকারে এর এলবাম প্রকাশিত হলো। মোমিতার গানের ভূয়সী প্রশংসা করেন সকলে। “কোন অচিনপুরে” এই সিডিতে মৌমিতা গেয়েছেন ১২ টি গান। তার কণ্ঠে ভালো লাগে শুনতে ওদের সাথে মেলাও, আমারে তুমি অশেষ করেছ, এত আনন্দধনী, ওগো তুমি পঞ্চদশী, নিত্য নব সত্য, উতল ধারা বাদল ঝরে, তোমার গীতি জাগালো স্মৃতি, আমার খেলা যখন ছিলো, দূরে কোথায় দূরে দূরে, শিউলি ফোটা ফুরোল প্রমুখ গানগুলি। শিল্পী মৌমিতা ক্লাসিক্যাল শিখেছেন আগ্রা ঘরানার পন্ডিত ইয়সপাল, সুবোধ পরদকার ও প্রয়াত পন্ডিত নাথ নিরলকর এর কাছে। রবীন্দ্রসংগীত শিখেছেন ড. চিত্রলেখা চৌধুরীর কাছে। বর্তমানে ক্লাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নিচ্ছেন পন্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সুরঞ্জন রায় এর কাছে। এইদিন সিডি উদ্বোধনের পর শিল্পী মৌমিতা পালিত সিডির কিছু গান গেয়ে শোনান। তাকে কি বোড, তবলা ও এস রাজ এ সহযোগিতা করেন দেবাশীষ সাহা, স্বাগতম দাস ও নন্দন দাসগুপ্ত।সমগ্র অনুষ্ঠানটি পাঠে ও সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights