নদীয়ায় মিলছেনা বিজেপির নির্বাচনী সভার অনুমতি,থানায় বসে বিক্ষোভ বিজেপির


গোপাল বিশ্বাস -ঃনদীয়া-ঃ পুরনির্বাচনের বাকী মাত্র কয়েকটা দিন। প্রচারে শাসক বিরোধী কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছারতে নারাজ। সেখানে দাঁড়িয়ে মিলছেনা বিজেপির নির্বাচনী সভার অনুমতি, এমনি অভিযোগ তুলে থানায় বসে বিক্ষোভ দেখায় নবদ্বীপে বিজেপির তরফে। বিজেপির অভিযোগ এ দিন তারা নবদ্বীপে নির্বাচনী সভা,পথ সভর জন্য নবদ্বীপ থানায় অনুমতি নিতে আসলে, থানার তরফে তাদের জানানো হয় পৌরসভার অনুমতি লাগবে, তবেই মিলবে সভার অনুমতি। অথচ শাসক তৃনমুল দল একের পর এক সঋা, মিছিল করে যাচ্ছে কোথাও আবার রাস্তা আটকে। আর এতেই বিজেপি ক্ষীপ্ত হয়ে গতকাল রাতেই নবদ্বীপ থানায় বসে বিক্ষোভ দেখায়, দীর্ঘ সময় পর থানার তরফে অনুমতি দেয় বলেও বিজেপির তরফে জানানো হয়। এ প্রসঙ্গে বিজেপির তরফে জানান বর্তমানে নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন তৃনমুলের হয়ে কাজ করছে, পাশাপাশি তিনি এও বলেন নবদ্বীপে বিজেপি কে ভয় পেয়ে তৃণমূল প্রশাসনকে দিয়ে বিজেপিকে আটকাতে চাইছে, তবে মানুষ বিজেপিকে ভোট দেবার জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে এদিন রাতে সভার অনুমতি কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠে নবদ্বীপ থানা চত্বরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights