কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষের জন্মশতবর্ষ উদযাপন “মেজাজ টাইতো আসল রাজা” – একটি সাংগীতিক তথ্যচিত্র শ্রদ্ধাঞ্জলি / Celebrating the Centenary of Musical Maestro Nachiketa Ghosh’s “Mejaj tai to Ashol Raja” – A Musical Documentary Tribute


কলকাতা – নচিকেতা ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন গর্বের সাথে উপস্থাপন করছে কিংবদন্তি সুরকার নচিকেতা ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে এক অনন্য সন্ধ্যা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে “মেজাজ টাইতো আসল রাজা” – একটি সাংগীতিক তথ্যচিত্র, যা পরিচালনা করেছেন সুরকারের জামাতা হর প্রসাদ মণ্ডল। এই তথ্যচিত্রটি একটি বৃহৎ ২২ পর্বের ডকুসিরিজের নির্বাচিত অংশের সমন্বয়ে তৈরি একটি আকর্ষণীয় ঝলক, যা এই বছরেই মুক্তি পাবে। এই আন্তরিক চিত্রায়ণে একত্রিত হয়েছে সুরকারের অমর সৃষ্টি যা বাংলা চলচ্চিত্র ও সংগীতকে সমৃদ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই সাথে তাঁর জীবনের নানা অজানা কাহিনী। সন্ধ্যাটি শুরু হবে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান দিয়ে, তারপর বাংলা সংগীত ও সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিত্বদের বক্তব্য। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট শিল্পীবৃন্দ – পণ্ডিত গোবিন্দ বসু, হৈমন্তী শুক্লা, বাবুল সুপ্রিয়, কল্যাণ সেন বরাট, শুভো দাশগুপ্ত, অন্তরা চৌধুরী, শ্রীকান্ত আচার্য, বটকৃষ্ণ দে, সৈকত মিত্র, রত্না ঘোষাল, ড. শিবাজী বসু, মানসী মুখার্জি, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সুধা দত্ত, এবং জয়তী চক্রবর্তী। এই অনুষ্ঠানটি উপস্থাপন করছে নচিকেতা ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন, যা নচিকেতা ঘোষ পরিবারের একটি উদ্যোগ এবং হবে বাংলার অন্যতম প্রভাবশালী সুরকারের প্রতি এক অবিস্মরণীয় শ্রদ্ধাঞ্জলি।

Kolkata – The Nachiketa Ghosh Memorial Foundation proudly presents an extraordinary evening commemorating the 100th birth anniversary of legendary music composer Nachiketa Ghosh. The centrepiece of this celebration will be the screening of “Mejaj tai to Ashol Raja,” a musical documentary directed by Hara Prosaad Mondal, the composer’s son-in-law. The documentary, crafted as a curated collage from an ambitious 22-episode docuseries scheduled for release this year, offers a captivating preview of the larger celebration. This intimate portrayal weaves together the maestro’s timeless compositions that have enriched Bengali cinema and music, alongside personal stories that shaped his remarkable journey. The evening will commence with a tribute ceremony, followed by addresses from distinguished personalities of Bengali music and culture. The stellar lineup of guests includes renowned artists – Pt Gobindo Bose, Haimanti Shukla, Babul Supriyo, Kalyan Sen Barat, Subho Dasgupta, Antara Chowdhury, Srikanta Acharya, Bata Krishna Dey, Saikat Mitra, Ratna Ghoshal, Dr Shivaji Basu, Manashi Mukherjee, Lopamudra Mitra, Joy Sarkar, Sudha Dutta, and Jayati Chakraborty. This celebration, organized by the Nachiketa Ghosh Memorial Foundation, a family initiative, promises to be an unforgettable tribute to one of Bengal’s most influential music composers.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights