0835d239-f23d-4c00-a9c0-d1ceb4056b59

নদীয়া : গোপাল বিশ্বাসঃ নদীয়ার রেল লাইনের ধারথেকে উদ্ধার হয় তাজা বোমা! আতঙ্কে এলাকাবাসী । নদীয়ার ফুলিয়ায় প্রফুল্ল নগরের ঘটনা । স্থানীয় সুত্রে জানা যায় গতকাল রাতে ঐ এলাকায় একদল দুষ্কৃতি বোমাবাজী করে তখন ভয়ে কেও বাইরে বেরাতে না পারলেও আজ সকালে বাইরে বেরিয়ে এলাকাবাসীরা দেখেন বোমার খোল পরে আছে রেল লাইনের ধারে এবং তিনটি বোমা পরে আছে যার মধ্যে একটি ছিল রেল লাইনে । তারপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায় । পরে পুলিশ এলে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায় । জানা গেছে শিয়ালদহ শান্তিপুর শাখার ঐ রেল লাইন দিয়ে সকালেও ট্রেন গেছে সেখানে রেল লাইনের মাঝে বোমা পরে থাকার ফলে যে কোনো সময় বরো সরো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা গ্রামবাসীদের । তদন্তে স্থানীয় প্রশাসন।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights