নো মোর ব্যাক বেঞ্চার-রাজ্য শিক্ষা দপ্তরের এই ভাবনাকে এবার বাস্তবায়ন

Screenshot_16-7-2025_02614_web.whatsapp.com

maldah : নো মোর ব্যাক বেঞ্চার-রাজ্য শিক্ষা দপ্তরের এই ভাবনাকে এবার বাস্তবায়ন করতে এগিয়ে এল মালদা শহরের অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। যার অঙ্গ হিসেবে মঙ্গলবার গতানুগতিক পদ্ধতি থেকে বেড়িয়ে এসে ছাত্রদের ক্লাস নিলেন শিক্ষা দপ্তরের নতুন ভাবনা অনুযায়ী। ক্লাসঘরে বেঞ্চের পর বেঞ্চ সাজিয়ে নয়, ক্লাসঘরে চৌকাকারে ডেক্স সাজিয়ে তার মাঝখানে দাঁড়িয়ে ছাত্রদের ক্লাস নিলেন স্কুল শিক্ষক। এই প্রসঙ্গে অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় জানালেন ক্লাসঘরে যে সমস্ত ছাত্ররা পেছনের বেঞ্চে বসে তারা কিছুটা হীনমন্যতায় ভোগে। তাই সেই সমস্ত ছাত্রছাত্রদের হীনমন্যতা দূরীকরণে শিক্ষা দপ্তর এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন। এইভাবে ক্লাস নিলে সমস্ত ছাত্রদের প্রতি সমানভাবে নজর দেওয়া সম্ভবপর। তাই এই ভাবনাকে বাস্তবায়ন করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

About The Author


Enable Notifications OK No thanks
Verified by MonsterInsights