বরাবাজার ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং বরাবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ উৎসব 2022


দুঃখভঞ্জন পরামাণিকঃ বরাবাজার ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং বরাবাজার ব্লক ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুভাষ উৎসব 2022 পালন করা হলো। বরাবাজারের বিদ্যালয় গুলির ছাত্র-ছাত্রী এবং ব্লক প্রশাসনের সমস্ত আধিকারিকরা মিলে এক সভা যাত্রা সহকারে সমগ্র বরাবাজার শহর পরিক্রমা করার পর ব্লক মোড়ে এক শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত সকলেই নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাসুদ রাইহান, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উত্তম মান্না, বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল চন্দ্র মাহাতো, বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ বরাবাজার ব্লকের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলেই দেশকে স্বাধীন করতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মত্যাগের কথা স্মৃতিচারণ করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights