বিশ্বজিৎ নাথঃ পানিহাটিতে আক্রান্ত বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা খড়দা কেন্দ্রের প্রার্থী জয় সাহা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে খড়দা থানার পানিহাটি বি বি বাগান অঞ্চলে। দলীয় সূত্রে জানা গিয়েছে, বর্ষীয়ান নেতা মহাদেব বসাকের দোকানে ভাঙচুর চালিয়ে তাকে মারধোরের খবর পেয়ে সেখানে যান বিজেপির যুব মোর্চার নেতা জয় সাহা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয়ে তাকে এবং তার সঙ্গীদের মারধোর করে। আক্রান্ত জয় সাহার অভিযোগ, পুলিশের সামনে তার ওপর হামলা করা হয়েছে। তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে। হানলায় চার-পাঁচজন দলীয় কার্যকর্তা আহত হয়েছেন। এখানে শাসকের আইন চলছে। বিজেপির যুব নেতা জয় সাহা রাতেই খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের দাবি, বিজেপি নেতা মহাদেব বসাক বেআইনি নির্মান করছেন। তা নিয়েই গন্ডগোল বেধেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!