অরিজিৎ মাইতিঃ পাঁশকুড়ার কেশাপাটে শিলান্যাসের মধ্য দিয়ে ঢালাই রাস্তার উদ্বোধন করেন সেচমন্ত্রী,উপস্থিত পৌরসভার চেয়ারম্যান, IC, BDO সহ অন্যান্যরা পাঁশকুড়া ব্লকের অন্তর্গত কেশাপাট এ শনিবার শিলান্যাসের মধ্য দিয়ে ঢালাই রাস্তার উদ্বোধন করলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র,উপস্থিত পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র,পাঁশকুড়া থানার আইসি আশিস মজুমদার,পাঁশকুড়ার বিডিও ধেনধুপ ভূটিয়া,কেশাপাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ সাঁতরা,পাঁশকুড়া 1পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক,জেলা পরিষদের সদস্যা লিপিকা হাজরা, যুগল সামন্ত, প্রদীপ মান্নাসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও শিলান্যাসের মধ্য দিয়ে ঢালাই রাস্তার উদ্বোধন হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!

