নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ সত‍্যনগর পাড়ার এক গৃহবধূ পাপিয়া কর তিনি এবারে কুড়ি থেকে এিশ হাজারের বেশি কালি ফুরোনো পেন ও সাথে পেনসিল দিয়ে দূর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন


নিজস্ব সংবাদ – সামনেই দূর্গাপূজা, আর দূর্গাপূজা মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দূর্গাপূজা মানেই বাঙালির মাছে-ভাতে উৎসব। সামনেই দূর্গাপূজা আর দূর্গাপূজা কে সামনে রেখে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ শুধু গৃহবধূ নয় জী বাংলা দাদাগিরি ও দিদি নাম্বার ওয়ান সহ রান্নাঘর খ‍্যাত এবং অসহায় এিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দুস্থ গরীব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর তিনি নিজের হাতেই কুড়ি থেকে এিশ হাজার কালি ফুরোনো পেন ও পেনসিল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে তুলেছেন একটি দূর্গাপ্রতিমা, সাথে রয়েছে মা দূর্গার চার সন্তান কার্তিক,গণেশ, স্বরস্বতী ও মা লক্ষ্মী সবকিছু যেন তৈরী পেন ও পেনসিল দিয়ে,এবারে,এই দূর্গা প্রতিমা নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ সত‍্যনগর পাড়া থেকে পাড়ি দেবে নদীয়ার রানাঘাট পাইকপাড়া ব্রতী সংঘের মন্ডপে,আর এই দূর্গাপ্রতিমা বানানোর মধ‍্যে দিয়ে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ শুধু গৃহবধূ নয় জী বাংলা দাদাগিরি ও দিদি নাম্বার ওয়ান সহ রান্নাঘর খ‍্যাত এবং অসহায় এিশ থেকে চল্লিশটি বাচ্ছা ও দুস্থ গরীব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর তিনি সাধারণ মানুষের কাছে বার্তা পৌছে দিতে চাইছেন যে,যেভাবে এর আগে নদীয়ার হাসখালী বগুলার বাসিন্দা স্বপ্নদীপ যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের ওপরে যেভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এবং গত কয়েকদিন আগেই আবার,কলকাতা আর জি কর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যেখানে একটি চিকিৎসককে নির্মম ভাবে হত‍্যা করা হয়েছে আজ তার প্রতিবাদ জানিয়ে যাতে মা দূর্গা তার শুভ শক্তির মধ‍্যে দিয়ে অশুভ শক্তি তথা শিক্ষিত অসুরদের বিনাশ ঘটে তার পরিপ্রেক্ষিতে হাতে কালি ফুরোনো কলম তুলে নিয়ে এক অভিনব প্রতিবাদের মধ‍্যে দিয়ে এক দূর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগালেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ শুধু গৃহবধূ নয় জী বাংলা দাদাগিরি ও দিদি নাম্বার ওয়ান সহ রান্নাঘর খ‍্যাত এবং অসহায় এিশ থেকে চল্লিশটি বাচ্চা ও দুস্থ গরীব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর। পাপিয়া কর জানান এই বছরে তার নিজের হাতে তৈরী মা দূর্গার নাম দেওয়া হয়েছে কলমকারী দূর্গা,এবং তার ভাবনা রয়েছে যে,তার এই নয় মাসের অক্লান্ত পরিশ্রম দিয়ে যে মা দূর্গা প্রতিমা বানিয়েছেন তিনি সেই দূর্গা প্রতিমা যে মন্ডপে ব্রতী হবেন সেই ক্লাবের পক্ষ‍্যে থেকে যে অর্থ তার হাতে তুলে দেবে সেই অর্থ দিয়ে দুশোর বেশি দুস্থ ও অসহায় মানুষের হাতে তুলে দেবে পুজোর জামা পুজোর নতুন জামা।।এটাই এই বছরের তার ভাবনা।।

About The Author


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights