পুলিশ লাইনের কনফারেন্স রুমে কর্মশালা

Opera Snapshot_2022-05-08_141837_web.whatsapp.com

মালদা: জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী জেলার প্রতিটি থানার পুলিশকর্মী অফিসার সিভিক ভলেন্টিয়ার,পথবন্ধু , অ্যাম্বুলেন্স, এটেনডেন্টদেরকে নিয়ে পুলিশ লাইনের কনফারেন্স রুমে একটি কর্মশালা আয়োজন করা হল। যা প্রতি সপ্তাহে একদিন করে হবে। আজকে তার ছিল প্রথম দিন। কর্মশালার উদ্দেশ্য কোন রকম দুর্ঘটনা হলে প্রাথমিক অবস্থায় আক্রান্তদের হসপিটালের পাঠানোর আগে প্রাথমিক ভাবে কি কি পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে । সেই বিষয়ের উপর শুক্রবার দুপুরে একটি কর্মশালার আয়োজন করা হয় মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে ও সেন্ঠজন অ্যাম্বুলেন্স মালদা শাখা সহযোগিতায়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা ট্রাফিক ইনস্পেক্টর শান্তি নাথ পাঁজা, মালদা ট্রাফিক ওসি বিপুল পাল , সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights