সাংসদ অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর থেকে মালদার নালাগোলার রাধাগোবিন্দ মন্দিরে


মালদা:- রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর থেকে মালদার নালাগোলার রাধাগোবিন্দ মন্দিরে এসে পুজো দেন এবং বামনগোলার বিবেকানন্দ মূর্তিতে মাল্যদান ও পাদদেশে জনসংযোগ করেন।সেখানে স্থানীয় মানুষের সাথে কথা বলেন এবং হাত মিলান নিজে বাজ সেখান থেকে বেরিয়ে পাকুহাট উদ্দেশ্য রওনা দেন জানা গিয়েছে পাকুয়াহাট থেকে বুলবুলচন্ডীতে রোড শো করে সেখান থেকে মালদা উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Malda:- State Trinamool Congress general secretary and MP Abhishek Banerjee has already come from South Dinajpur to Radha Gobind temple in Nalagola, Malda, and paid homage to the Vivekananda statue of Bamangola and public relations. It is known that he will leave for Malda after doing a road show from Pakuahat to Bulbulchandi.

About The Author


Verified by MonsterInsights