ভারতীয় জনতা পার্টির সভা


নদীয়ার করিমপুর থেকে বিশ্বজিত রায় রিপোর্টঃ নদীয়ার করিমপুরে মন্ডল কার্যকালীন বৈঠক করিমপুর ৩ এর পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির একটা সভা অনুষ্ঠিত হল। স্থান করিমপুর করুণা সংকর প্রীতি লজ। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বন্দেমাতরম গান গাওয়া হয়। এরপর স্বর্গীয় ব্যক্তিদের উদ্দেশ্যে মাল্যদান করা হয়। তারপর শুরু হয় মূল অনুষ্ঠান।

Thank you for reading this post, don't forget to subscribe!

Biswajit Roy Report from Karimpur in Nadia: Mandal Working Meeting at Karimpur in Nadia A meeting of the Bharatiya Janata Party was held on behalf of Karimpur 3. The place is Karimpur Karuna Sankar Priti Lodge. The ceremony began with the hoisting of the flag. Then the song Vandemataram was sung. After that, the offering is done to the heavenly people. And then the main event begins.

About The Author


Verified by MonsterInsights