বরাবাজার ব্লকের লটপদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিধিঘাঁটি গ্রামের ঋত্বিক মাহাতো নামে বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কয়েকদিন আগে আমাগাড়া মোড়ের সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হয়। তার সেই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এবং আর্থিকভাবে সহযোগিতা করার জন্য ওই গ্রামে আজ উপস্থিত হন বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল চন্দ্র মাহাতো। ঋত্বিক মাহাতোর পারলৌকিক ক্রিয়া কর্ম সম্পাদন করার জন্য বেশকিছু নগদ অর্থ তুলে দেওয়া হয় তার পিতা-মাতার হাতে। এছাড়াও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ মাহাতো, বরাবাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সিংহ মল্ল এবং বরাবাজার বিক্রম টুডু মেমোরিয়াল কলেজের ছাত্রপরিষদের সমস্ত সদস্যরা।