[vc_row][vc_column][vc_video link=”https://youtu.be/qF7JxHX9sEY” align=”center”][vc_column_text]মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষন করলো রবিবার এক ভ্যানচালক। অভিযুক্তকে আধঘন্টার মধ্যে ধরে ফেলে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।আজ বিকেলে অভিযুক্তকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার। আধ ঘণ্টার মধ্যে ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ। অভিযুক্তের নাম বাদশা শেখ। বাদশা পেশায় ভ্যান চালক। পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক মানসিক ভারসাম্যহীন মহিলা রবিবার চাল বিক্রি করে ফিরছিলেন। কুলনগর হাজরা পাড়া মোড়ের কাছে বাদশা ওই মহিলার পথ আটকায়। এরপর ফুঁসলিয়ে সামনেই একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে মুখ চেপে ধর্ষণ করে বলে অভিযোগ। আওয়াজ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে বাদশা শেখ চম্পট দেয়। ভাতার থানায় খবর গেলে তৎপরতার সঙ্গে স্থানীয় মাঠ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার।এদিন বিকেলে এই বিষয়ে অভিযুক্তকে সঙ্গে নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জেলা পুলিশ সুপারের কনফারেন্স হলে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী। ভাতার থানা অত্যন্ত দক্ষতার সঙ্গে ঘটনার আধ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়।[/vc_column_text][/vc_column][/vc_row]
Thank you for reading this post, don't forget to subscribe!