গোপাল বিশ্বাস,নদীয়া-ঃ করোনা কালে মানুষের সেবায় ও দলমত নির্বিশেষে সামাজিক কাজের লক্ষ্যে সিপিএমের তরফে গঠন করা হয়েছিল রেড ভলেন্টিয়ারর্স নামক একটি দল। মূলত তাদের কাজ ছিল করোনা কালে এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, সহ অসুস্থ দের হাসপাতালে পৌছানো, ইত্যাদি। কিছু সময় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নিজের লক্ষ্য মানুষের সেবায় নিজেদেরকে আজও তারা নিয়োজিত করে রেখেছে।২২শে এপ্রিল দিনটিকে তারা রেড ভলেন্টিয়ারর্স ডে হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। আজ রাজ্যের পাশাপাশি নদীয়ার নবদ্বীপ শহরেও রেড ভলেন্টিয়ারর্স ডে পালন করে। এদিন বিকেল ৫ টায় শহরের তেঘরী পাড়া বাজার পার্টি অফিস থেকে ট্যাবলো ও বাদ্যযন্ত্র সহ কারে, এক বনার্ঢ্য শোভা যাত্রা করে, যা শহরের অপর প্রান্ত প্রাচীন মায়াপুর দলীয় কার্যালয়ে শেষ করে। এদিনের এই অনুষ্ঠানে শহরের রেড ভলেন্টিয়ারদের পাশাপাশি সিপিএমের অসংখ্য কর্মি সমর্থকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Thank you for reading this post, don't forget to subscribe!