অক্ষয় তৃতীয়ায় দান কার্য শুরু ভারত সেবাশ্রমের 

IMG-20220503-WA0133

ইন্দ্রজিৎ আইচঃ চান্দ্র বৈশাখ মাসের শুক্লাতৃতীয়া বা  শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম।  এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। সেই ধারা অনুযায়ী এদিনই নানা দান কার্যের সুচনা করে ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের প্রধান কার্যালয় বালিগঞ্জে সকাল থেকে বিশেষ পুজা ও আরতির আয়োজন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

অন্যদিকে বিরাটি শাখার প্রণব ছাত্রাবাসের উদ্যোগে এদিন বিরাটি এলাকায় কয়েক হাজার মানুষকে জল দান করা হয়। এর পাশাপাশি লাড্ডু ও পোলাও বিতরণ করা হয়। সঙ্ঘের অন্যান্য শাখায় একই ভাবে দান কার্যের সুচনা করেন সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা ।
ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ সকলকে অক্ষয় তৃতিয়ার শুভেচ্ছা জানান। এদিন থেকে দরিদ্র মানুষের সেবায় সকলকে সামিল হওয়ার আহ্বান  জানান তিনি।

About The Author


You may have missed

Verified by MonsterInsights