সহদেব পরামানিক :: স্বনির্ভরতার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সেলাইয়ের প্রশিক্ষণ বান্দোয়ান ব্লকের অন্তর্গত ধাদকা গ্রামে। ব্লক প্রশাসনের নির্দেশমতো ধাদকা সবুজ সংঘের পরিচালনায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আট দিনের সেলাইয়ের প্রশিক্ষণ শুরু হয়েছে । প্রশিক্ষণ শুরু হয়েছে গত 8 ই এপ্রিল থেকে চলবে আগামী 15 তারিখ পর্যন্ত বলে জানা যায় ।
Thank you for reading this post, don't forget to subscribe!মোট ধাদকা পঞ্চায়েত এলাকার 25 জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে বলে জানান সংঘের নেত্রী লতিকা আচার্য । তিনি এও বলেন যে স্কুল ড্রেস তৈরি কাজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবার থেকে করবে ,তাই সেলাইয়ের কাজ যারা আগের থেকেই অল্পস্বল্প জানেন সেই সব মহিলাদের আরো দক্ষতা অর্জন করতেই এই প্রশিক্ষণ । ওই কেন্দ্রের শিক্ষক প্রকাশ চন্দ্র মাহাতো বলেন অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি সকলকে যথোপযুক্ত দক্ষ করে তোলার । স্বনির্ভর গোষ্ঠীর প্রশিক্ষণরত এক মহিলা বলেন বাড়ির কাজকর্ম করার পরেও কিছু সময় বেঁচে যায় তাই যদি ওই সময়টা কাজে লাগাতে পারি তাহলে কিছু অর্থ উপার্জন করে স্বনির্ভর হতে পারবো ।