মুর্শিদাবাদ-ঃমুর্শিদাবাদ জেলার কান্দি শহরে বেআইনি টোটো চলাচল রুখতে এবার করা হাতে নামল কান্দি থানার পুলিশ প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে আগেয় কান্দি শহরে চলাচল করবার জন্য বেশকিছু টোটো চিহ্নিত করে তাদের লাইসেন্স দেয়া হয়েছে তাও কিছু আইন অমান্যকারী টোটো বিভিন্ন গ্রাম থেকে কান্দি শহরে এসে কান্দি শহরের যানজট সৃষ্টি করছে, এবার সেই সমস্ত টোটোদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করবার পথে নামল কান্দি থানার পুলিশ প্রশাসন। কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে কান্দি থানার পুলিশের এই উদ্যোগ বিগত কিছুদিন চলবে কান্দি শহর জুড়ে বলে পুলিশ সূত্রে খবর।
Thank you for reading this post, don't forget to subscribe!

