প্রয়াত অধ্যাপক ডঃ লিনা এস. চক্রবর্তীর স্মরণে WBWA এবং LIONS MAGNATES কর্তৃক ‘কুস্তি চ্যাম্পিয়নশিপ’ / ‘Wrestling Championship’ by WBWA & LIONS MAGNATES in memory of LATE Prof. Dr. Lina S. Chakraborthy


‘WSTLING CHAMPIONSHIP 2025’ WBA (West Bengal Wrestling Association) দ্বারা আয়োজিত হয়, LIONS CLUB OF KOLKATA MAGNATES, HELLO KOLKATA (3-Dimensional
News-Media) এবং ROTARY CLUB OF KASBA-এর সহযোগিতায়। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর কলকাতার জোড়াবাগান পার্কে অবস্থিত ঐতিহ্যবাহী কুস্তি আখড়া পঞ্চানন বয়াম সমিতিতে এই মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। WBWA-এর প্রধান সংগঠক এবং LIONS CLUB OF MAGNATES-এর মাননীয় আহ্বায়ক শোভন চক্রবর্তী জানান যে, এই কঠিন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের (৫ থেকে ১৮ বছর) প্রায় ৭০ জন কুস্তিগীর অংশগ্রহণ করেছেন। LIONS CLUB OF MAGNATES-এর সভাপতি অধ্যাপক ডঃ পার্থসারথি চক্রবর্তী তাঁর প্রিয় স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি সমর্থন করেছেন। প্রশংসিত কুস্তিগীর গুরু আশিত সাহা (রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সহ-সভাপতি) সহ অসংখ্য বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ক্রীড়া উদ্যোগের প্রধান পৃষ্ঠপোষক, সামাজিক প্রভাবশালী LION এবং রোটারিয়ান আশিস বসাক মন্তব্য করেছেন যে এই মেগা কুস্তি প্রতিযোগিতা তাদের পরোপকারী দৃষ্টিভঙ্গি এবং ‘সকলের সেবা’ লক্ষ্যের সাথে নিখুঁতভাবে সঙ্গতিপূর্ণ। LION MAGNATE অধ্যাপক ডঃ পার্থসারথি চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উল্লেখ করেন যে কুস্তি খেলা হল শরীরের সুস্থতা এবং মন-মস্তিষ্ক-প্ররোচিত কৌশলের একটি দুর্দান্ত সমন্বয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

‘WRESTLING CHAMPIONSHIP 2025’ was organised by WBA (West Bengal Wrestling Association), supported by LIONS CLUB OF KOLKATA MAGNATES, HELLO KOLKATA (3-Dimensional
News-Media) and ROTARY CLUB OF KASBA. The prestigious sports event was held at Panchanan Bayam Samity, a heritage wrestling arena at Jorabagan Park, North Kolkata, on 6th September.
Chief Organiser Sovan Chakraborty, Secretary of WBWA and Hon. Convenor of LIONS CLUB OF MAGNATES, informed that about 70 wrestlers of various ages (5 to 18 years) took part in this gruelling contest. Prof. Dr. Parthasarathi Chakraborthy, President of LIONS CLUB OF MAGNATES, supported the event in fond memory of his beloved wife. LATE Prof. Dr. Lina S. Chakraborthy, English litterateur. A host of dignitaries graced the occasion, including acclaimed wrestling Guru Ashit Saha (Vice-President of Wrestling Federation of India). Social influencer LION & Rotarian Asish Basak, Chief Patron of this sporting initiative, remarked that this mega Wrestling Contest was in perfect line with their altruistic vision and mission of ‘Service To All’. LION MAGNATE Prof. Dr. Parthasarathi Chakraborthy gave the vote of thanks and mentioned that the wrestling game is a grand synchronisation of body fitness and mind-brain induced strategy.

About The Author


Verified by MonsterInsights