29 এ এপ্রিল শুক্রবার মুক্তি পাবে হই চৈ-এর ওয়েভ সিরিজ এর “মন 2 পাইলট”

df5c7dac-ed50-432b-b9b6-196a378cdc7a

ইন্দ্রজিৎ আইচঃ হই চৈই অরিজিনাল সিরিজে আগামী 29 এ এপ্রিল শুক্রবার মুক্তি পাবে ” মন 2 পাইলট”। গত 2020 সালে দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই ওয়েব সিরিজ টি অসম্ভব জনপ্রিয় হয়েছিলো। তার দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে 29 শে মে। এক্রপলিস মলের 17 তলায় হই চৈই এর অফিসে মন 2 পাইলট এর ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গেলো এক সাংবাদিক সন্মেলনে এই মন 2 পাইলট এর পরিচালক দেবালয় ভট্টাচার্য জানালেন মন 2 পাইলট প্রথম টা 2020 তে যে ভাবে জনপ্রিয়তা পেয়ে ছিলো তার সাথে চাহিদা আরো বারছিলো যে কবে আবার মন 2 পাইলট দ্বিতীয় পর্বটা আসবে। অবশেষে সেটা আমরা করতে পেরেছি। এই সিরিজে গতবার বহ্নি চরিত্রে অভিনয় করেছিলেন শোলানাকি রায়। এবার এই চরিত্রে অভিনয় করছেন রাফিৎ রশিদ মিথিলা। এছাড়া অভিনয় করেছেন মন্টু চরিত্রে সৌরভ দাস, বিবিজান করেছেন চান্দ্রেয়ী ঘোষ, সরমা চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া সরকার। এই ছবির মিউজিক পার্ট টা বেশ গুরুত্বপূর্ণ। গানগুলি লিখেছেন দেবালয় ভট্টাচার্য। গানগুলি হলো বেড়া জাল ও কতটা তোমার ছিলো। সংগীত পরিচালনা করেছেন ইশান ও অমিত। অমিত এক প্রশ্নের উত্তরে জানালেন এই সিরিজে 5টি গান আছে। এর মধ্যে আছে একটা ঠুঙরি, গেয়েছেন রিতম সেন। এছাড়া গান গেয়েছেন ঈশান, চক্রপানি দেব, ঈপ্সিতা মুখোপাধ্যায়, রাজর্শী দাস। সাংবাদিক সম্মেলনে মন্টু অর্থাৎ সৌরভ দাস জানালেন আমরা এই মন 2 পাইলট প্রোমোশানের জন্য লিলুয়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশকিছু জায়গায় আমরা সবাই যাবো। মানুষের সাথে কথা বলবো। কার কেমন লাগছে এই ওয়েব সিরিজটা সেটা জানার চেষ্টা করবো। আজ এই সাংবাদিক সম্মেলনে ছবির সব কলা কুশলী রা হাজির ছিলেন। সকলেই খুব আশাবাদী যে এই মন 2 পাইলট আবার আগের মতন মানুষের কাছে প্রবল জনপ্রিয়তা পাবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


You may have missed

Verified by MonsterInsights