পানিহাটির শুকচরে গৃহস্থের বাড়িতে আগুন,পুড়ে ছাই সমস্ত জিনিসপত্র


বিশ্বজিৎ নাথঃ শুক্রবার ভোরে আচমকা আগুন লাগে পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের শুকচর এক নম্বর সুভাষ নগরে। ঘরের মধ্য থেকে ধোঁয়া বেরোতে দেখে গৃহকর্তা তপন কুমার দে-র স্ত্রী চিৎকার করে ওঠেন। দমকল আসার আগেই পাড়ার লোকজন ছুটে এসে জল দিয়ে প্রায় আগুন নিভিয়ে ফেলে। তারপর এলাকার লোকজনের সঙ্গে আগুন নেভাতে হাত লাগায় দমকল কর্মীরা। ভয়াবহ আগুনে ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাছাড়া ঘরের টালির ছাউনি ভেঙে নীচে পড়ে গিয়েছে। তবে এলাকার লোকজনের তৎপরতায় বড় ধরনের ঘটনার হাত থেকে নিস্তার মিলেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

About The Author


Verified by MonsterInsights